1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাঁচ দশকের ব্যবধানে প্রথম কোনো পাকিস্তানি জাহাজ সরাসরি বাংলাদেশে আওয়ামী লীগসহ ২৬টি দলের মতামত না চাওয়ার ব্যাখ্যা দিয়েছেনঃ সংস্কার কমিশন সরকার পরিচালনায় অদক্ষতা সামনে এলে জনগণ তা মেনে নেবে নাঃ তারেক রহমান আজিমপুরে বাসা থেকে অপহৃত আট মাসের সেই শিশু উদ্ধার জুমার নামাজের খুতবার গুরুত্ব কেরানীগঞ্জে দেড় কোটি মুল্যের সরকারি জমি উদ্ধার ক্রীড়া সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইমন চৌধুরীকে সন্মাননা প্রদান অপহরণ ও ধর্ষণে সহযোগিতার মামলায় সাবেক ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র কারাগারে ঢালাও মামলার প্রবণতা বিব্রতকরঃ আইন উপদেষ্টা খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলা বাতিল

ডেমরা, নারায়নগঞ্জ সদর ও কেরানীগঞ্জে র‌্যাবের পৃথক পৃথক অভিযানে ৫৮ জুয়াড়ি গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

ডেমরা, নারায়নগঞ্জ সদর ও কেরানীগঞ্জে র‌্যাব ১০ এর  পৃথক পৃথক অভিযানে ৫৮ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।

১৮ এপ্রিল ২০২১ খ্রিঃ তারিখ আনুমানিক ০১.৪০ ঘটিকার সময় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে জুয়ার আসর হতে জুয়া খেলা অবস্থায় ০৫ জন জুয়ারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। শফিকুল ইসলাম (৩৮), ২। মোঃ আল আমিন (২৬), ৩। মোঃ শাহজালাল (২৩), ৪। সিরাজুল ইসলাম (৩২), ৫। একরাম হোসেন (৩৯) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে খোলা অবস্থায় ১০৪ জুয়া খেলার কার্ড (তাস), ০৬ টি মোবাইল ফোন ও নগদ- ১,৭০০/- টাকা উদ্ধার করা হয় এবং গত ১৭ এপ্রিল ২০২১ খ্রিঃ তারিখ আনুমানিক ২১.৫০ ঘটিকার সময় উক্ত আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর থানাধীন গুদারাঘাট টানবাজার এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে জুয়ার আসর হতে জুয়া খেলা অবস্থায় ২২ জন জুয়ারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। সর্বজিৎ সাহা (৪৩), ২। মোঃ আলমগীর (৫৬), ৩। কৃষ্ণ রায় (৪২), ৪। লিটন কুমার রায় (৪৬), ৫। মোঃ কমল @ বাবু (৩২), ৬। মোঃ এনামুল (৩২), ৭। মোঃ হাসান জামান (৪৭), ৮। মোঃ নজরুল (৪৫), ৯। রিপন কুমার সাহা (৪৫), ১০। লক্ষন সাহা (৩০), ১১। মোঃ হাফিজুর রহমান (৩৮), ১২। মোঃ সোলায়মান (৩৪), ১৩। তাপস কুমার শীল (৪৭), ১৪। মোঃ শুক্কুর মিয়া (৪৯), ১৫। শ্যামল বৈদ্য (৪২), ১৬। মোঃ আবু সাবেদ প্রিন্স (৩০), ১৭। মোঃ জলিল খান (৫৭), ১৮। মোঃ রুবেল (৩৪), ১৯। মোঃ রুস্তম (৫৬), ২০। মোঃ মনির হোসেন (৪১), ২১। জীবন কুমার সাহা (৪৪) ও ২২। রিপন সাহা (৪৭) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে খোলা অবস্থায় ৩১২ পিস জুয়া খেলার কার্ড (তাস), ২৯ টি মোবাইল ফোন ও নগদ- ২,৩১,২০০/- (দুই লক্ষ একত্রিশ হাজার দুইশত) টাকা উদ্ধার করা হয়।

এছাড়া গত ১৭ এপ্রিল ২০২১ খ্রিঃ তারিখ আনুমানিক ২১.৪৫ ও ২৩.০৫  ঘটিকার সময় র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন গোলাম বাজার ও একই থানাধীন কালিগঞ্জ বাজার এলাকায় দুইটি পৃথক অভিযান পরিচালনা করে টেলিভিশনে সম্প্রচারিত আইপিএল খেলার উপর টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় ও জুয়ার আসর হতে জুয়া খেলা অবস্থায় মোট ২০ (১০+১০) জন জুয়ারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ মাইনুদ্দিন (৪৬), ২। মোঃ রাকিব (৩০), ৩। মিরাজ (৩৫), ৪। মোঃ আনোয়ার হোসেন (৪০), ৫। মোঃ রাসেল (৩০), ৬। মোঃ আক্তার শিকদার (৪০), ৭। মোঃ রুবেল (২৩), ৮। সজিব বেপারী (২৪), ৯। মোঃ শহিদ (৩৫), ১০। মোঃ রমজান শেখ (২৫), ১১। মোঃ আনিস ফকির (৪৬), ১২। মোঃ শাহীন (৪২), ১৩। মোঃ শাহীন (৩৪), ১৪। মোঃ মোকছেদ বেপারী (৫০), ১৫। মোঃ খবির উদ্দিন (৫০), ১৬। মোঃ কবির হোসেন (৪০), ১৭। মোঃ ইয়াকুব আলী (৪৪), ১৮। মোহাম্মদ আলী ভূইয়া (৬০), ১৯। মোঃ রিয়াজ দফাদার (৪০) ও ২০। মোঃ স্বপন খান (৪৫) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০১টি টেলিভিশন, ০১টি রিমোর্ট, ০১টি মনিটর খোলা অবস্থায় ১৫৬ পিস জুয়া খেলার কার্ড (তাস), ২২টি (১১+১১) মোবাইল ফোন ও নগদ- ৭৯,৬৩০/- (৫২,৬০০ + ২৭,০৩০) টাকা উদ্ধার করা হয়।

এছাড়াও একই তারিখ আনুমানিক ২৩.১৫ ঘটিকার সময় র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা আটাপট্টি রোড এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে জুয়ার আসর হতে জুয়া খেলা অবস্থায় ১১ জন জুয়ারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ ইয়াসিন @বাবু (২৩), ২। মোঃ এ্যানি খনদকার (২৯), ৩। মোঃ আল আমিন (২৫), ৪। মোঃ রাসেল (৩৩), ৫। মোঃ ওমর আলী মোল্লা (২৭), ৬। নিপু বর্মণ (১৮), ৭। মোঃ মেজবাহ উদ্দিন (৬০) ও ৮। মোঃ কামাল সরদার (২৮), ৯। মোঃ বিল্লাল হোসেন (২৪), ১০। মোঃ ওহিদুল মাতব্বর(৩২) ও ১১। মোঃ আঃ জব্বার (২৮) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে খোলা অবস্থায় ৪৬৮ পিস জুয়া খেলার কার্ড (তাস), ১০ টি মোবাইল ফোন ও নগদ- ২৪,১৬০/-(চব্বিশ হাজার একশত ষাট) টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন যাবৎ একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews