যেসকল এলাকায় ডায়রিয়ার বেশি প্রাদুর্ভাব সে এলাকাগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে কলেরার টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শুক্রবার সকালে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে বিডিএস ২০২১-২২ শিক্ষাবর্ষের পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।
এসময় স্বাস্থ্যমন্ত্রী জানান, কলেরার টিকা কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা করছে সরকার।
তিনি বলেন, আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে প্রথম দফায় রাজধানীর পাঁচটি এলাকায় কলেরার টিকা দেয়া হবে। এরপরই বিস্তৃতভাবে কলেরার টিকা দেয়া হবে। এ সময় মন্ত্রী সবাইকেই টিকা নেয়ার আহ্বান জানান।
এছাড়া করোনা টিকা প্রতি বছর নিতে হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনার টিকা প্রতি বছর নিতে হবে কি না তা নিশ্চিত না, তবে আমরা প্রস্তুতি নিচ্ছি। টিকা উৎপাদনে কার্যক্রম হাতে নিয়েছি।
মন্ত্রী বলেন, করোনা টিকায় আমরা সফল হয়েছি। এখন শুধু করোনা না, সব টিকাই দেশে উৎপাদনের ব্যবস্থা হবে।
এসময় স্বাস্থ্যমন্ত্রী অন্য যেকোনো সময়ের চেয়ে এবার স্বচ্ছতার সাথে ভর্তি পরীক্ষা হয়েছে বলেও জানান। এর আগে, সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ৫৪৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেয় ৬৫ হাজার ৯০৭ জন শিক্ষার্থী। ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নে পরীক্ষা হয় ঢাকার ৯ ভ্যেনুসহ সারা দেশের ১২টি কেন্দ্রের ২৬টি ভেন্যুতে।
এর আগে, গত সপ্তাহে স্বাস্থ্য অধিদফতর থেকে জানানো হয়, ডায়রিয়া মোকাবিলায় রাজধানীর ২৩ লাখ মানুষকে মুখে খাওয়ার কলেরা টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নারী ছাড়া ১ বছর বয়স থেকে শুরু করে সব বয়সী মানুষকে এ টিকা দেয়া হবে। দুই ডোজের এই টিকা কর্মসূচির প্রথম ডোজ দেয়া হবে মে মাসে, আর দ্বিতীয় ডোজ দেয়া হবে জুনে।
Leave a Reply