রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ী নেপথ্যের ব্যক্তিদের আইনের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শিগগির পরিস্থিতি শান্ত হয়ে যাবে বলেও মন্তব্য করেছেন মন্ত্রী।
মঙ্গলবার সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
এদিকে, রাজধানীর নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৫ মে পর্যন্ত ঢাকা কলেজ বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। এছাড়া বিকেলের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।
ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ টি এম মইনুল হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা কলেজের সকল আবাসিক শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে, উদ্ভূত পরিস্থিতিতে অদ্য ১৯ এপ্রিল ২০২২ মঙ্গলবার থেকে ৫ মে ২০২২ তারিখ বৃহস্পতিবার পর্যন্ত ঢাকা কলেজের হলসমূহ বন্ধ ঘোষণা করা হলো। অদ্য মঙ্গলবার বিকালের মধ্যে ছাত্রাবাস খালি করার নির্দেশ দেয়া হল।
ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীদের মধ্যে দ্বিতীয় দিনের সংঘর্ষের দায়িত্ব পালনের সময় অন্তত ১১ জন সাংবাদিক আহত হয়েছেন। বেশীরভাগ ক্ষেত্রে সাংবাদিকরা ব্যবসায়ীদের হামলার স্বীকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। আহতরা ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
দুপুর পর্যন্ত ঘটনায় আহতদের ৪০ জন চিকিৎসা নিতে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের অবস্থা তুলে ধরে রাজধানীর অন্যান্য হাসপাতালগুলোকে আহদের চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ করেন ঢাকা মেডিকেল কতৃপক্ষ।
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে আবারো সংঘর্ষ শুরু হয়ে চলে দুপুর পর পর্যন্ত। এ সংঘর্ষে আহত হয়েছে অর্ধশতাধিক শিক্ষার্থী। সংঘর্ষে আহত ২০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষের ঢাকা মেডিকেলে হাসপাতালে ৪০ জন চিকিৎসা নিয়েছে যাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের পরিচালক।
সকাল থেকে সংঘর্ষ চললেও দুপুরের পরে পুলিশ ঘটনাস্থলে যায়। বেলা ১টার আগে আগে সাঁজোয়া যান ও জলকামান নিয়ে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়, টিয়ার শেল ছুড়ে সংঘর্ষ থামানোর চেষ্টা চলে। পরে শিক্ষার্থীরা সরে যেতে শুরু করে।
এর আগে ঢাকা কলেজের প্রশাসনের পক্ষ থেকে কয়েকজন শিক্ষক-শিক্ষিকা শিক্ষার্থীদের ফিরিয়ে নিতে এবং নিউমার্কেট ব্যবসায়ী নেতাদের সংঙ্গে কথা বলতে আসলে তাদের উপর ইট পাটকেল ছোড়া হয়। এসময় শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে কয়েকজন আহত হোন। পরে তাদের নিরাপদে সরিয়ে নেয় শিক্ষার্থীরা।
এরপরে ইডেন কলেজের কিছু শিক্ষার্থীকে ঢাকা কলেজের সমর্থনে মিছিল করতে দেখা যায়।
এর আগে, ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের এ সংঘর্ষের সময় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সমর্থনে নীলক্ষেত বিশ্ববিদ্যালয় গেট মোড়ে অবস্থান নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী। সেখানে তাদের বিক্ষোভ করতে দেখা যায়।
মঙ্গলবার সকালে ঢাকা কলেজের শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় বিক্ষোভ করতে এলে কিছু সময়ের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ। এ সংঘর্ষের ফলে মিরপুর রোডে যান চলাচল বন্ধ রয়েছে।
ঘটনাস্থলে অনেককে হেলমেট পরে হাতে লাঠি নিয়ে সংঘর্ষে জড়াতে দেখা যায়। ঢাকা কলেজের পাশাপাশি সাত কলেজের অনেক শিক্ষার্থীও এ সংঘর্ষে যোগ দিয়েছে। তারা মার্কেটের বন্ধ দোকানগুলো লক্ষ্য করে ইট ছুঁড়তে থাকে। ইটের আঘাতে বেশ কয়েকজনকে আহত হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষের এক পর্যায়ে চন্দ্রিমা সুপার মার্কেটে আগুন লাগতে দেখা যায়, আগুন নিয়ন্ত্রণ করে ফায়ার সার্ভিস।
অনেক শিক্ষার্থী লাঠি হাতে মার্কেটে দোকান খুলতে আসা ব্যবসায়ীদের ধাওয়া করছে। বন্ধ নিউমার্কেটের গেটে থেমে থেমে চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। এদিকে বিক্ষোভের জেরে নীলক্ষেত-নিউমার্কেট-ধানমন্ডি রোডে ব্যাহত হচ্ছে যান চলাচল। এর আশপাশের এলাকায় দেখা দিয়েছে যানজট।
এর আগে সোমবার রাত ১১টার দিকে রাজধানীতে নিউ মার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সংঘর্ষে নিউমার্কেট এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। প্রায় ৩ ঘন্টা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। এসময় পুলিশসহ উভয়পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়।
Leave a Reply