রুশ বাহীনি ইউক্রেনজুড়ে তীব্র গোলাবর্ষণ এবং রকেট হামলা চালাচ্ছে । যুদ্ধ সংঘাতের ৫৪ দিন পেরুলেও কমেনি ইউক্রেনে রুশ আগ্রাসনের মাত্রা। সময়ের সাথে আরও জটিল রূপ নিচ্ছে দুই দেশের মধ্যকার বিভেদ। রুশদের আল্টিমেটাম উপেক্ষা করে বন্দর নগরী মারিওপোলের সেনারা আত্নসমর্পণ করবেনা জানিয়ে দিয়েছেন। এমন অবস্থায় রুশ সেনাদের পাল্টা পদক্ষেপের তীব্রতা নিয়ে শংকা দেখা দিয়েছে। আটকা পড়া বাসিন্দাদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা।
রাশিয়ার যুদ্ধাপরাধ কর্মকাণ্ড দুই দেশের আলোচনার সুযোগ নষ্ট করছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একইসাথে পূর্বাঞ্চলীয় ভূখণ্ড ছাড়বে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইউক্রেন।
অবরুদ্ধ মারিওপোলে সেনাদের আত্মসমর্পণ নিয়ে রাশিয়ার আল্টিমেটাম প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। বিবিসিকে একথা জানিয়েছেন ইউক্রেনের পার্লামেন্ট সদস্য ওলেক্সি গুনচারেঙ্কো।
দেশটির বিভিন্ন জায়গা জুড়ে রুশ গোলাবর্ষণ ও বিমান হামলা বেড়েছে বলে দাবি করেছে ইউক্রেন সরকার। এছাড়া খারকিভে রুশ শেল হামলায় ১৮ জন নিহত ও ১৩ জন আহত হওয়ার কথা জানিয়েছে।
ওডেসা বন্দরের কাছে মাইকোলাভেও ক্রমাগত রুশ রকেট হামলার কথা জানিয়েছেন সেখানকার গভর্নর। পূর্ব ইউক্রেনের লুহানস্ক হামলার আশংকায় অঞ্চলের বাসিন্দাদের অবিলম্বে সরে যেতে বলা হয়েছে।
রোববার পোল্যান্ড থেকে ২২ হাজার শরনার্থী ইউক্রেনে ফেরত এসেছে বলে জানিয়েছে পোল্যান্ড সীমান্ত সার্ভিস।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে কিয়েভ সফরের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এদিকে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার অংশ হিসেবে শনিবারের মধ্যে ইইউভুক্ত দেশগুলোর ভূখণ্ড ছাড়তে রাশিয়া ও বেলারুশের ট্রাক-লরি চালকদের নির্দেশ দেয়া হয়। ফলে পোল্যান্ড সীমান্তে রাশিয়া ও বেলারুশের ট্রাক-লরির প্রায় ৮০ কিলোমিটার দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। দুটি সীমান্ত ক্রসিংয়ে আটকা পড়েছে ২৩০ থেকে ৪০০টি ট্রাক ও লরি।
Leave a Reply