সারা দেশে বিদ্যুতায়নের ফলে দেশের অর্থনীতির গতিশীলতা চলে এসেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ।
শুক্রবার সকালে ঢাকার কেরানীগঞ্জের আমবাগিচা মহিলা কলেজ মাঠে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরো বলেন, স্বাধীনতা পরবর্তি সময়ে এই বিদ্যুৎকে প্রাপ্তি হিসেবে ১৯৭২সালে জাতির পিতা বঙ্গবন্ধু সংবিধানে নিশ্চিত করছিলেন-প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া প্রয়োজন এবং একথা বলেছিলেন শহরের সকল সুবিধা প্রতিটি গ্রামে পৌঁছে দেওয়া হবে, আর সেই স্বপ্ন পূরণ করেছে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা । আজ দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের সুফল পৌঁছে গেছে। বিদ্যুতের এই সাফল্যে বিদ্যুৎ বিভাগ দেশের স¦াধীনতা পুরস্কার লাভ করেছে। এই পুরস্কার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জন।
তিনি আরও বলেন, দেশে আজ রাস্তাঘাট, ব্রিজ কালভার্টসহ নানা উন্নয়নে ভরপুর। এই কারণে এখন পৃথিবীর অনেক দেশ আমাদের ঈর্ষা করে। তিনি আরো বলেন, আজ বিশ্বেও মানচিত্রে বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশে রুপান্তরিত হয়েছে। আমরা ২০৪১ সালের মধ্যে বিশ্বে একটি অন্যতম দেশ হবো। সুখে শান্তিতে বসবাস করার জন্য যা যা করা প্রয়োজন সব কিছু তৈরী হবে আগামি বাংলাদেশ। এই বাংলাদেশ তৈরী হবে যুব সমাজের হাত ধরে। এসময় নেতাকর্মিদের দেশ গঠনে যে নেতৃত্ব দরকার সে ধরনের নেতৃত্ব গঠনের প্রতিও খেয়াল রাখার আহ্বান জানান।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিরাজুর রহমান সুমন এর সভাপতিত্বে এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক একেএম আবজালুর রহমান বাবু, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুনসহ আরো অনেক।
Leave a Reply