ঢাকার কেরানীগঞ্জে টিসিবির পণ্য রাতের আধারে অবৈধভাবে মুদি দোকানদারের কাছে বিক্রি করার সময় আব্দুল কাইয়ূম (৩৩) ও আশ্রাফ আলী (৩০) নামের দুই ব্যক্তি এবং টিসিবি পণ্যের ক্রেতা মুদি দোকানদার এরশাদ হোসেন কে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এসময় মূলহোতা টিসিবি ডিলার কৌশলে পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে,গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন রুহিতপুর বাজারের একটি মুদি দোকানে পিকআপ ভ্যান থেকে তাড়াহুরো করে কিছু পণ্য নামাতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে কাছে গিয়ে দেখে সেগুলো টিসিবিব পন্য। স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ চালক আব্দুল কাইয়ূম ও হেলপার আশ্রাফ আলী ও মুদি দোকানদার এরশাদকে হাতেনাতে গ্রেপ্তার করে। এসময় পিকআপ ভ্যানসহ ২৭০ লিটার সয়াবিন তেল, ৩০০ কেজি ডাল, ৩০০ কেজি ছোলা ও ৩০০ কেজি চিনি উদ্ধার করে। তবে পণ্য বিক্রির মূল হোতা উপজেলার বাস্তা ইউনিয়নের টিসিবি ডিলার নেওয়াজ আলী পালিয়ে যেতে সক্ষম হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানার ওসি আবু ছালাম মিয়া জানান, টিসিবির পণ্য খোলাবাজারে কেনাবেচার সময় পুলিশ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং ডিলারকেও আটকের চেষ্টা চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান বলেন, অবৈধভাবে টিসিবি পন্য বিক্রয়ের সাথে জড়িতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। এছাড়া একাজে জড়িত ডিলারের লাইসেন্স বাতিলের জন্য সুপারিশ করা হয়েছে।
Leave a Reply