রোজার মাসে নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিক্রি করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। পাশাপাশি প্রতিটি দোকানে মূল্যতালিকা না থাকলে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তিনি। রোববার কারওয়ান বাজার পরিদর্শনকালে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার পরিদর্শনের পাশাপাশি ব্যবসায়ীদের নিয়ে বৈঠকও করবেন বলে জানিয়েছেন বানিজ্যমন্ত্রী।
এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারাও এ বৈঠকে অংশ নেবেন।
এ বছরের রোজায় বাজারে টমেটো, ছোলা, সজিনাডাঁটা, কাচামরিচ, পেয়াজ ও সয়াবিন তেলের দাম কমলেও লেবু, শসা, বেগুনের চাহিদার সঙ্গে সঙ্গে বেড়েছে দামও।
এবার দেশে আবারো তরমুজ বিক্রি হচ্ছে কেজি দরে। এদিকে মন্ত্রী আসার আগে কারওয়ান বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
রোজায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে চট্টগ্রামেও অভিযান শুরু করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার দুপুরে নগরীর চকবাজার এলাকায় অভিযান চালায় তারা। এসময় অধিদপ্তরের পক্ষ থেকে প্রতিটি দোকানে পণ্য তালিকা টাঙানো, অহেতুক দাম না বাড়ানোর পরামর্শ দেয়া হয়। মূল্য তালিকা না থাকায় জরিমানা করা হয় একটি দোকানকে। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা।
এছাড়া রমজান মাসে খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণ এবং নকল ও নিম্নমানের পণ্য বিক্রি বন্ধে বিশেষ অভিযান শুরু করেছে বিএসটিআই। বিশেষ করে ইফতারি পণ্যের বাজারে নজরদারি করা হচ্ছে। আজ থেকে থেকে অতিরিক্ত ভ্রাম্যমাণ আদালত থাকবে বাজারে।
Leave a Reply