দেশের ৮ বিভাগে প্রতিবন্ধীদের জন্য ট্রাস্টের মাধ্যেমে থাকা, খাওয়া ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৫তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে ট্রাস্ট গঠন এবং ১৪৩ কোটি টাকা অনুদান দিয়েছে সরকার। এছাড়া প্রতীবন্ধীদের জন্য বঙ্গবন্ধু সুরক্ষা বীমা চালু করা হয়েছে। যার আওতায় সারাদেশের প্রতিবন্ধীদের নিয়ে আসা হবে।
বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ। শনিবার দিবসটি পালন উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২ এপ্রিল বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে সংযুক্ত হন।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধীতা সম্পর্কে বিশেষ শিক্ষানীতি ও বিশেষ স্কুল প্রতিষ্ঠার কার্যক্রম চলছে। এছাড়া চালু হয়েছে বিশেষ অ্যাপ।
তিনি বলেন, তাদের লুকায়িত সুপ্ত প্রতিভা বের করে আনতে হবে, তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে হবে; যাতে করে তারা সমাজের কাজে আসে, জীবনকে সুন্দর করতে পারে। কেউ যেন তাদের বাবা-মার জন্য বোঝা মনে না করে। তাদের সঠিক পরিচর্যা করতে হবে, যেন তারা সমাজে নিজেদের প্রতিষ্ঠা করতে পারে।
প্রতিবন্ধীদের শনাক্তকরনের মাধ্যমে তাদের সুবর্ণ নাগরিক কার্ড দেয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। তাদের জীবনমান উন্নয়নে বিত্তশালীদের এগিয়ে আসারও আহ্বান জানান শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, অটিজম আক্রান্ত ব্যক্তিরা আলাদা কোনো ব্যক্তি নয়। তাদের আপন করে নিতে হবে। যারা একটু কম অসুস্থ, তাদের সাধারণ স্কুলে নিয়ে গেলে তারা স্বাভাবিক ছেলেমেয়েদের সাথে মেলামেশার সুযোগ পাবে। একে অপরের সঙ্গে শেয়ার করতে পারবে। সেখানে তারা বন্ধুত্ব করুক, মারামারি করুক একসময় তাদের মধ্যে আত্মবিশ্বাস জন্মাবে। এভাবেই তারা অনেকটা ভালো হয়ে যাবে।
সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানাভাবে পালন হচ্ছে ১৫তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য এমন বিশ্ব গড়ি, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান খান ও প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।
Leave a Reply