ঢাকার কেরানীগঞ্জে টিকা দান কর্মসূচি পরিদর্শন করেছেন স্বাস্থ্য সচিব ।
সোমবার সকাল ১১টায় কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টিকাদান কর্মসূচী পরিদর্শন করেন পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের সিনিয়ার স্বাস্থ্য সচিব মোঃ লোকমান হোসেন মিয়া।
পরিদর্শন শেষে সিনিয়র স্বাস্থ্য সচিব উপজেলার একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের বলেন, পৃথিবীর মধ্যে করোনার টিকা প্রদান কার্যক্রমে বাংলাদেশ দশম স্থানে রয়েছে। আর এশিয়ার মধ্যে অন্যতম। নাম্বার ওয়ানও বলা যায়। বাংলাদেশে টিকা প্রদান কার্যক্রম সকল মহলের প্রশংসা কুড়িয়েছে। আমেরিকার হোয়াইট হাউস প্রতিনিধি, বিশ্ব ব্যাংক, বিশ্ব সাস্থ্য সংস্থা বাংলাদেশের প্রশংসা করেছে। কোভিড ম্যানেজমেন্টে বাংলাদেশ পৃথিবীর মধ্যে অন্যতম সফল রাষ্ট্র।
স্বাস্থ্য সচিব বলেন, আমেরিকা কানাডার মতো দেশে টিকা না নেয়ার দাবিতে লোকজন পার্লামেন্ট ভবন ঘেরাও করে বিক্ষোভ করে। অথচ আমাদের দেশের মানুষ টিকার পক্ষে। উৎসবমুখর পরিবেশে সবাই টিকা নিচ্ছে। আমরা ভ্যাকসিন লাভিং পিউপল। সবাইকে করোনার টিকা নেয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্য সচিব বলেন, সরকার প্রধানসহ সকলের সম্বিলিত প্রচেষ্টায় বাংলাদেশ করোনা পরিস্থিতি মোকাবেলায় সফলতা অর্জন করেছে।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ডাক্তার মোঃ সামিউল পরিচালক প্রশাসন, ডাক্তার আবু হোসেন উপ-পরিচালক ঢাকা বিভাগ, ডাক্তার আবু হোসেন মাইনুল হাসন সিভিলে সার্জন ঢাকা জেলা, কাজী হাফিজুল আমিন অতিরিক্ত জেলা প্রশাসক ঢাকা, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, ডাক্তার মশিউর রহমান কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ও কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু সালাম মিয়াসহ অন্যরা।
Leave a Reply