সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে পিছিয়ে পরা, এতিম ,পথ শিশু ও সুবিধাবঞ্চিতদের ইসলাম ধর্ম মতে গণ মুসলমানী করা হয়েছে। ২৫ মার্চ শুক্রবার পাবলিক লাইব্রেরী হলরুমে ভিলেজে ভিশনের উদ্যোগে দেশী বিদেশী নাগরিকদের সহায়তায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১০জন এতিম ও পথ শিশুদের বাছাই করে গণ মুসলমানী করানো হয়। ভিলেজ ভিশনের পরিচালক শরিফ খন্দকার’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, বিশিষ্ট সমাজসেবক,সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রহমান,পাবলিক লাইব্রেরীর সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মাসুদ,তাড়াশ প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রভাষক মেহেরুল ইসলাম বাদল, উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি মহসীন আলী, সাংগঠনিক সোহেল রানা সোহাগ, ‘সুখ পাখী’ সিরাজগঞ্জ স্বেচ্ছাসেবক হালিমা তুজ সাদিয়া, ভিলেজে ভিশনের ভলান্টিয়ার বৃন্দ সহ অনেকে ।
এছাড়া সংগঠনের পক্ষ থেকে ১০জন মুসলমানীকে ১টি করে বরই গাছের চারা,১টি করে মেহগনি গাছের চারা ও ১টি করে গিফট সেট উপহার প্রদান করা হয়। ।সংগঠনের ভলান্টিয়ারগন সকাল থেকে শুরু করে মুসলমানী করা এতিম ও পথ শিশুদের নিয়ে নানা উৎসব মুখী আয়োজন করে। সামাজিক রীতি নীতি প্রথা অনুযায়ী মুসলমানী করাতে এই শিশুদের ক্ষেত্রেও তার কোন টাই কমতি ছিল না এই সংগঠনের । এর মধ্যে ছিল ওই শিশুদের গোসল করানো,প্রত্যেকেই নতুন পায়জামা, পাঞ্জাবী, পায়ের জুতা, মাথায় টুপি,গামছাসহ নানা উপকরণ দ্বারা সাজানো হয়। এছাড়াও রং খেলা,মুসলমানী গান বাজানোসহ নানা রকম আনন্দ বিনোদন এর ব্যবস্থা করেন। এ সময় সকল শিশুদের অভিভাবকবৃন্দ এই সংগঠনের কার্যক্রমে অত্যান্ত খুশি হয়ে ওই শিশুর হিতাকাংখী স্বজনদের নিয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহন করেন।
Leave a Reply