1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৩:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

পশ্চিমবঙ্গঃশিশু এবং মহিলা-সহ এক সঙ্গে আট জনের ঝলসানো দেহ উদ্ধার || buriganga tv

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ মার্চ, ২০২২
ছবিঃ আনন্দবাজার

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমে সোমবার সন্ধ্যায় বড়শাল গ্রামপঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুন হন। তার কয়েক ঘণ্টায় ব্যবধানেই মঙ্গলবার সকালে বগটুইয়ের পশ্চিমপাড়ায় শিশু এবং মহিলা-সহ এক সঙ্গে আট জনের ঝলসানো দেহ উদ্ধার করে পুলিশ। তার পর থেকেই উত্তপ্ত বগটুই। রামপুরহাটের বগটুই গ্রামের ঘটনায় মঙ্গলবার কমিশনের কাছে অভিযোগ জমা পড়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। কমিশনের দাবি, শাসকদলের দুষ্কৃতীরা রামপুরহাটের একাধিক বাড়িতে অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ।

রামপুরহাট-কাণ্ডে তদন্তের দাবি জানিয়ে বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে চিঠি দিল জাতীয় শিশু অধিকাররক্ষা কমিশন। চিঠিতে কমিশন জানিয়েছে, এই ঘটনায় তদন্তের পর তিন দিনের মধ্যে সেই রিপোর্ট কমিশনের কাছে জমা দেওয়া যেতে পারে।

মঙ্গলবার ওই চিঠিতে কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গের শাসকদলের ইন্ধনে রাজ্যে রাজনৈতিক এবং সামাজিক গৃহযুদ্ধ শুরু হয়েছে। রামপুরহাট-কাণ্ডে শিশু এবং মহিলাদের অধিকার খর্ব হয়েছে বলেও দাবি তাদের। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত ভাবে নোটিস দিয়েছে কমিশন।

রামপুরহাটের বগটুই গ্রামের ঘটনায় মঙ্গলবার কমিশনের কাছে অভিযোগ জমা পড়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। কমিশনের দাবি, শাসকদলের দুষ্কৃতীরা রামপুরহাটের একাধিক বাড়িতে অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ। এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে একাধিক বাসিন্দার মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে শিশু ও মহিলারা রয়েছেন। তাঁদের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে ঘটনার তদন্ত করা হোক বলে দাবি জানিয়েছে কমিশন। বীরভূমের পুলিশ সুপারের উদ্দেশে কমিশনের আর্জি, ঘটনার তদন্তের পর কী পদক্ষেপ করা হল, তা তিন দিনের মধ্যে কমিশনকে জানানো যেতে পারে।

সূত্রঃআনন্দবাজার

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews