নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা শিকদার বলেন, ফারহান-৭ লঞ্চ থেকে সব যাত্রী নেমে যাওয়ার কারণে লঞ্চটির যাত্রা বাতিল করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ফারহান-৭ লঞ্চের যাত্রীরা জানান, ফারহান-৭ লঞ্চটি শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে আনুমানিক ৪০০ যাত্রী নিয়ে ঘাট ত্যাগ করে ঢাকার উদেশ্যে যাত্রা শুরু করে। সন্ধ্যা সাড়ে ৬টায় নলছিটি ঘাট থেকে যাত্রী তোলার পর আবার যাত্রা শুরু করে ১০ মিনিট চলার পর খোঁজাখালি-মল্লিকপুর বাক ঘোরার সময় একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা। লাগে। বাল্কহেডটি ডুবে গেলে সেটির ৫ জন স্টাফ সাঁতরে তীরে উঠতে পেরেছে। সংঘর্ষের সময় বিকট শব্দ হলে যাত্রীরা আতঙ্কিত হয়ে পরেন। যাত্রীদের চাপে লঞ্চ মল্লিকপুর চরে নোঙর করেতে বাধ্য হয়।
ফারহান-৭ লঞ্চের সুপার ভাইজার মো. হারুন বলেন, লঞ্চের সামনের অংশ সামান্য ফেটে গেছে। আতঙ্কিত যাত্রীদের মল্লিকপুর চরে নামিয়ে দেওয়া হয়েছে। সব যাত্রীর নেমে যাওয়ায় ঢাকা যাত্রা বাতিল করা হয়েছে।
নলছিটি থানা পুলিশের এসআই মো. নাজমুল হোসেন জানান, দূর্ঘটনার পর যাত্রীরা নেমে পুবালী নামের একটি লঞ্চে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। কিছু যাত্রী বরিশাল চলে গেছেন। লঞ্চটি মল্লিকপুর চরে নোঙর করে রাখা হয়েছে।
Leave a Reply