সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) সংবাদদাতাঃ নাটোরের সিংড়ায় চাঁদাবাজির অভিযোগে যুবলীগের এক নেতাকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়। আটক যুবলীগ নেতার নাম গোলাম মোস্তফা ওরফে রানা সরদার। সে কলম সরদারপাড়ার মৃত আঃ আজিজ সরদারের পুত্র ও কলম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
সূত্রে জানা যায়, যুবলীগ নেতা রানা দীর্ঘদিন ধেকে কলম বাজারের দোকানে দোকানে চাঁদা আদায় করতো। তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাঁকে আটক করে পুলিশ। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত রানা’র বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফ বলেন, আটকৃত বিষয়টি শুনেছি। আমাদের প্রাণপ্রিয় নেতা জুনাইদ আহমেদ পলক এমপি শান্তি প্রিয় মানুষ। স্বচ্ছ রাজনীতি পছন্দ করেন। কাজেই কোন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের যুবলীগে স্থান হবে না। আমরা খুব দ্রুতই ঘটনার সত্যতা যাচাই করে দলীয় ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
Leave a Reply