আদালত প্রতিবেদকঃ পুরান ঢাকার হোসনি দালানে ২০১৫ সালে পবিত্র আশুরার তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা হামলা মামলায় আসামি আরমান মনিরের ১০ বছর এবং কবির হোসেনের সাত বছরে কারাদণ্ড দিয়েছেন আদালত। আর ৬ আসামি খালাস পেয়েছেন। এছাড়া দু’জন আসামি নাবালক হওয়ার কারণে নারী ও শিশু আদালতে বিচারাধীন।
শুধুমাত্র সংখ্যা বাড়ানোর জন্যই খালাস পাওয়া আসামিদের মামলায় অর্ন্তভূক্ত করেছে তদন্ত কর্মকর্তারা, তদন্তের ব্যার্থতার কারণেই মামলায় প্রকৃত আসামীদের নাম আসেনি- রায়ে আদালতের পর্যবেক্ষণে বিচারক মুজিবুর রহমানের মন্তব্য করেছেন বলে জানিয়েছেন আসামী পক্ষের আইনজীবী ফারুক আহামদ।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু বলেন এমন রায় কাম্য না, আমরা উচ্চ আদালতে আপিল করব। ।
আজ মঙ্গরবার (১৫ মার্চ ) ঢাকার সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন।
খালাসপ্রাপ্ত আসামিরা হলেন, রুবেল ইসলাম, আবু সাঈদ, হাফেজ আহসান উল্লাহ, শাহ জালাল, ওমর ফারুক ও চাঁন মিয়া। এর মধ্যে কবির হোসেন, আরমান মনিরুল ও রুবেল ইসলামকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আর আবু সাঈদ, হাফেজ আহসান উল্লাহ, শাহ জালাল, ওমর ফারুক ও চাঁন মিয়া জামিনে ছিলেন।
Leave a Reply