প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমিরাত সফরে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে চারটি চুক্তি হয়েছে। আমিরাতের উপ-রাষ্ট্রপতি ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্য সাক্ষাৎ শেষে এসব চুক্তি স্বাক্ষরিত হয়।
স্থানীয় সময় বিকেলে দুবাই এক্সপোর লিডারশিপ প্যাভিলিয়নে সাক্ষাৎ করেন দুই নেতা।
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের সাথে দীর্ঘদিন ধরেই নানাভাবে বাংলাদেশের সম্পর্ক বিদ্যমান। দু’দেশের সে সম্পর্ককে আরো মজবুত করতে এবার পররাষ্ট্র, বাণিজ্য, শিক্ষা ও আইসিটিসহ চারটি চুক্তি স্বাক্ষরিত হলো।
প্রধানমন্ত্রীর আমিরাত সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার দুবাই এক্সপোর লিডারশিপ প্যাভেলিয়নে দুই দেশের প্রধানমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী-সচিব ও ব্যবসায়ীদের উপস্থিতিতে এসব চুক্তি হয়।
Leave a Reply