1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

সাংবাদিকের উপর হামলা নারী লাঞ্চিতের খবর সংগ্রহ করতে গিয়ে

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
ঢাকার কেরানীগঞ্জে দুই নারীকে লাঞ্চিতের ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে এনামুল হাসান নামের এক সংবাদকর্মী হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় ওই সাংবাদিক বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেছেন।
গত সোমবার দুপুর দুইটার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের ভাংনা এলাকায় ঘটনাটি ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার সকাল সাড়ে নয়টার দিকে কেরানীগঞ্জের কালিন্দীর ভাংনা এলাকার কামরুল ইসলামের ছেলে সিরাতুল ইসলাম (১০) নামে এক শিশু বাড়ির পাশে খেলতে যায়। এসময় স্থানীয় বখাটে সুজন মিয়া (২৮) শিশুটিকে চড় থাপ্পড় মেরে তাড়িয়ে দেয়। এ বিষয়ে শিশুটির মা সুমি আক্তার (৩০) তার সন্তানকে মারধরের কারণ জানতে চাইলে সুজন তাকে কিল ঘুষি মেরে আহত করে। একপর্যায়ে সুজনের সহযোগী মো. শান্ত (২৪) সহ আরও কয়েকজন যুবক সুমিকে মারধর করে। এসময় সুমির বোন রুমা আক্তার (২৪) তার বোনকে বাঁচাতে আসলে তাকেও মারধর করে গুরুতর আহত করা হয়। ভুক্তভোগীদের কাছ থেকে বিষয়টি জানতে পেরে ‘দৈনিক আমার সময়’ পত্রিকার প্রতিবেদক এনামুল হাসান শাওন গত সোমবার দুপুরে পেশাগত দায়িত্ব পালনে সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা সাংবাদিকের উপর অতর্কিত হামলা চালায়।
হামলার শিকার এনামুল হাসান শাওন বলেন, দুই নারীকে লাঞ্চিত ও মারধরের ঘটনায় বিষয়ে জানতে সোমবার দুপুর দুইটার দিকে ভাংনা গিয়ে লাঞ্চিত ওই দুই নারীর সাথে কথা বলার সময় সেখানে অবস্থানরত সন্ত্রাসী মো. জাহিদ(৩০), সুজন মিয়া (২৮), মো. নাহিদ (২৫), শান্ত মিয়া (২৪), মো. রাহাত (২৪), মো. আহাদ (২৬), রোকন মিয়া (৪৮), তার ছেলে মো. নাফিম হোসেন (২৫) সহ ১৪/১৫ জন লোহার রড, লাঠি সোটা দিয়ে পিটিয়ে ও কিলঘুষি মেরে তাকে গুরুতর আহত করে। হামলার সময় সে নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও সন্ত্রাসী নাহিদ তাকে মাটিতে ফেলে লোহার রড ও লাঠিসোটা দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করলে মাথা ফেটে গুরুতর আহত হয়। এসময় এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্যে স্থানীয় ক্লিনিকে নিয়ে যায়। এতে তার মাথায় ১০টি সেলাই পড়ে ও শরীরের বিভিন্ন জায়গা নীলফোলা জখম হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়া বলেন, সাংবাদিকের উপর হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। এ ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews