ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাড্যা চুনকুটিয়া বউবাজার এলাকা থেকে চৌধুরীপাড়া সড়কটি ১ বছর যাবত সাধারণ মানুষের চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে। মাত্র পাচ’শ মিটার সড়কের জন্য ভোগান্তিতে পড়েছে এই এলাকায় বসবাসকারী প্রায় ২ লক্ষাধিক বাসিন্দা। চলাচলের একমাত্র সড়কটি খানাখন্দ ও ময়লা দুর্গন্ধযুক্ত ড্রেনের পানিতে সেখানে হাঁটাচলা একেবারেই দুষ্কর। সড়কের দু’পাশে বেশ কয়েকটি স্কুল,মাদ্রাসা ও কারখানা রয়েছে। এখান দিয়ে ছাত্রছাত্রীরা ড্রেনের পানির কারণে হেঁটে যেতে না পেরে ওই সড়কটুকু রিকশায় পারাপার হতে হয়। পাশাপাশি সড়কটিতে ড্রেনের ময়লা পানি থাকায় অজু অবস্থায় মসজিদে যেতে পারছেনা মুসল্লিরা। শুভাড্যা চৌধুরীপাড়া থেকে বউবাজার হয়ে চলাচলের একমাত্র পথ ঢাকা-মাওয়া মহাসড়কে গিয়ে মিশেছে। পুরো সড়কটির বেহাল দশা থাকলেও মাত্র পাচ’শ মিটার সবচাইতে খারাপ অবস্থা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কোমলমতি শিক্ষার্থীরা স্কুল ও মাদ্রাসায় যেতে ভোগান্তিতে পড়ছে। স্থানীয়রা মিলে দু’পাশে সুরকি ফেলে চলাচলের জন্য অস্থায়ী ব্যবস্থা তৈরি করলেও অধিক জনসংখ্যার কারণে সেখানে দিয়ে লাইন ধরে চলাচল করতে দেখা গেছে।
স্থানীয় বাসিন্দা বেসরকারি একজন ব্যাংক কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, হেটে যাওয়ার সড়কটি রিকশা দিয়ে পারাপার হতে প্রতিদিন ৩০ থেকে ৪০ টাকা অতিরিক্ত খরচ করতে হচ্ছে। বৃষ্টি ছাড়াই সড়কটিতে ড্রেনের নোংরা পানি জমে থাকে। সড়কটি দিয়ে যাওয়ার সময় রিক্সার চাকা খানাখন্দে পরে প্রায়ই দুর্ঘটনায় ঘটে। এক বছর ধরে এমন বেহাল দশা থাকলেও জনপ্রতিনিধিরা কেউই সড়কটির প্রতি সুদৃষ্টি দেয়নি।
এ প্রসঙ্গে স্থানীয় শুভাঢ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন জানান, ১১শ’ কোটি টাকা ব্যয়ে কেরানীগঞ্জে পাঁচটি স্থানীয় পুননির্মাণ প্রকল্প সরকার হাতে নিয়েছে। এই পাঁচটি প্রকল্পের মধ্যে চৌধুরীপাড়া বউবাজার সড়কটিও রয়েছে। প্রকল্পটির কাজ শুরু হওয়ার আগে প্রাথমিকভাবে যাতে স্থানীয়রা চলাচল করতে পারে সেজন্য অচিরেই একটি ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply