ঢাকা -মাওয়া মহাসড়কের ধলেশ্বরী কুচিয়ামোড়া এলাকার রেজিষ্ট্রেশন বিহীন বেপরোয়া ড্রাম ট্রাক বন্ধ ও ড্রাম ট্রাকে পিষ্ট জনি (১৪) হত্যার ঘাতক গাড়ি এবং চালককে দ্রæত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।
সোমবার বেলা ১২ টায় কুচিয়ামোড়া কলেজ গেট এলাকায় ঢাকা মাওয়া মূলসড়কের পাশে ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে সড়ক দূর্ঘটনায় নিহতদের পরিবার ও তিন শতাধিক এলাকাবাসী অংশ নেয়। এ সময় রাস্তায় মানববন্ধনে অংশগ্রহনকারীরা অবস্থান নিয়ে ড্রাম ট্রাক চলাচল বন্ধ করে দেয়।
স্থানীয়রা দ্রæত জনি হত্যার বিচার ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে বলেন, এখানে একাধিক স্কুল ও কলেজ রয়েছে। এই সড়কের একইস্থানে নারী ও শিশুসহ ১৭ জন প্রান হারিয়েছে। তার বেশিরভাগই এই অবৈধ ড্রাম ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন । এই ট্রাকগুলোর সরকারী কোন রেজিষ্টেশন না থাকায় তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা সম্ভব হচ্ছে না। দিনরাত অবৈধভাবে এসব ট্রাকে মাটি, ইট,বালু পরিবহন করে। এসব ট্রাকের চালকরা খুব কম বয়সীই হওয়ায় তাদের বেশির ভাগেরই লাইসেন্স নেই।
এসময় বক্তারা এই সমস্যার দ্রæত সমাধান চেয়ে প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন।
উল্লেখ্য , গত বৃহস্পতিবার ধলেশ্বরী কুচিয়ামোড়া এলাকায় ঢাকামাওয়া মহাসড়কের কলেজগেট নামক স্থানে ড্রাম ট্রাকের ধাক্কায় জনি নামের এক কিশোর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত জনি মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার গুয়াখোলা গ্রামের মৃত মামুন মিয়ার পূত্র।
এবিষয়ে ড্রাম ট্রাকের মালিক ও চালকদের সাথে কথা বলতে চাইলে তারা কোন কথা বলতে রাজি হয়নি।
Leave a Reply