ভলোদিমির জেলেনস্কি, ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট। তিনি মাত্র ৩ বছর আগে টিভি অভিনেতা থেকে রাজনীতিতে আসেন । ভলোদিমির জেলেনস্কি ৭৩ শতাংশ ভোট পেয়ে ইউক্রেনের রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন। এখন তিনি ক্রেমলিনের প্রধান টার্গেট।
ইউক্রেন আজ একতাবদ্ধ, আর এটিই আমাদের বিজয়- সার্ভেন্ট অব দ্য পিপল নামক টিভি সিরিয়ালে স্কুলশিক্ষকের ভূমিকায় এ বক্তব্য রেখেছিলেন ভলোদিমির ওলেক্সান্ড্রোভিচ জেলেনস্কি।
সেই সিরিয়ালে ইউক্রেন প্রেসিডেন্টের চরিত্রে অভিনয় করা ভলোদিমির জেলেনস্কি বাস্তবেও হন দেশটির রাষ্ট্রনায়ক।
২০১৪ সালে ইউক্রেনে রুশপন্থী সরকার পতনের পর ক্ষমতায় আসেন পেত্র পোরাশেঙ্কা। ২০১৮তে দুর্নীতি-অর্থপাচার ইস্যুতে বিদায় নিতে হয়েছিল তাকে। ২০১৯-এ সেই সিরিয়াল শেষে এক মাসের মাথায় অভিনেতা থেকে রাজনীতিবিদ, সবশেষে নির্বাচত হন ইউক্রেনের প্রেসিডেন্ট।
Leave a Reply