৭০ তম মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে বর্ণাঢ্য এক বর্ণমালা মিছিল বের করে।
আজ (সোমবার) সকাল ১০ টায় সমাবেশ পরবর্তী মিছিলটি কদমতলী গোল চত্বর থেকে শুরু করে জনি টাওয়ার হয়ে কেরানীগঞ্জ প্রেসক্লাবে এসে শহীদের রুহের মাগফেরাত কামনা করে শেষ হয়।
জেলা সভাপতি আল আমীন শাহাদাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সেক্রেটারি হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেরানীগঞ্জ মডেল থানার সভাপতি আলহাজ্ব হানিফ মিয়া ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার সভাপতি আলহাজ্ব সুলতান আহমদ খাঁন।
মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি বলেন, রাষ্ট্রীয়ভাবে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিতকরণে সরকারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। ১৯৫২ সালে রক্ত দিয়ে আমরা বাংলা ভাষার অধিকার আদায় করেছি। কিন্তু, দুঃখের বিষয় রক্তে কেনা সেই বাংলা আজ চরম অবহেলিত। অফিস,আদালত কলেজ-ভার্সিটিসহ সর্বস্তরে ভিনদেশী ভাষার বহুল ব্যবহার মাতৃভাষা চর্চার ধারাকে ব্যপকভাবে বাধাগ্রস্থ করছে, ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছিলেন, আজ তাদের স্বজনদের দেখার কেউ নেই। তারা অভাব-অনাহারে দিনাতিপাত করছে। সরকারকে এসব পরিবারের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় সভাপতি তার বক্তব্যে রাষ্ট্রীয়ভাবে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে সরকারের প্রতি দশ দফা দাবী প্রস্তাব করেন (১) উচ্চ আদালতের রায় অবশ্যই বাংলা ভাষায় লিখতে হবে (২) ডাক্তারের ব্যবস্থাপত্র, ওষুধের নাম ও বিবরণ বাংলায় লিখতে হবে (৩) রাষ্ট্রের সকল চুক্তি, দলিলের ক্ষেত্রে বাংলাকে মুল ভাষ্য বিবেচনা করতে হবে (৪) উচ্চ শিক্ষার মাধ্যম হিসেবে বাংলাকে বাধ্যতামূলক করতে হবে (৫) দেশ পরিচালনায় আইন বিচার ও উচ্চ শিক্ষার সকল পরিভাষার বাংলা রূপান্তরের কার্যকর উদ্যোগ নিতে হবে (৬) দেশের সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের নাম ফলক বাংলায় লিখতে হবে (৭) রাষ্ট্রের সকল নথি পত্র বাংলায় করতে হবে (৮) পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণ ও বিকাশে কার্যকর ব্যবস্থা নিতে হবে (৯) ইংরেজি মিশ্রণ করে বাংলাকে বিকৃত করার অপপ্রয়াস আইন করে বন্ধ করতে হবে (১০) ইংরেজি মাধ্যম বিশ্ববিদ্যালয়সমূহে বাংলা চর্চাকে বাধ্যতামূলক করে জবাবদিহিতার আওতায় আনতে হবে।
এসময় বর্ণমালা মিছিলে আরও উপস্থিত ছিলেন- ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা জেলা দক্ষিণের সহ-সভাপতি মুহাম্মাদ ইব্রাহিম হোসেন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ তৌহদুল ইসলাম, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রাব্বি, কওমী মাদরাসা সম্পাদক শেখ নোমান আহমেদ, আলিয়া মাদরাসা সম্পাদক মুহাম্মাদ ইসরাফিল, স্কুল ও কলেজ সম্পাদক মাহাদী হাসান রিফাত, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মাদ নাঈম হাওলাদার, কবি নজরুল সরকারি কলেজের সহ-সভাপতি জাফর খান, অর্থ ও কল্যাণ সম্পাদক রাশেদুল ইসলাম সহ থানা, ইউনিয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠান শাখার নেতৃবৃন্দ।
Leave a Reply