আমিরুল ইসলাম রাশেদ, পেকুয়া সংবাদদাতা:
কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং সিমান্ত ব্রীজ থেকে হারবাং বিলিজার পাড়া সড়কটি বড় বড় গর্ত ও তালায় ভরপুর এই রাস্তায়, বৃষ্টি হলে পানি জমে যেভাবে দুর্ভোগ সৃষ্টি হয়,দুর্ভোগের ২০০৩ সালে সড়ক ও জনপদ বিভাগ এই রাস্তার নির্মাণ কাজ শেষ করে।তার পর থেকে কোন মেরামত বা সংস্কার হয়নি।কয়দিন আগে আনন্দ টিভিতে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে, নজরে আসে কতৃপক্ষের, নড়েচড়ে বসে কক্সবাজার সড়ক ও জনপদবিভাগ । শুরু করে রাস্তা মেরামতের কাজ।
এই পুরা রাস্তাটি বাস্তবায়ন হলে কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চলের মানুষের যোগাযোগে নতুন দ্বার খুলে যেত। এখন অর্ধেক সংস্কারেও সবজি ব্যবসায়ীদের অতিরিক্ত ভাড়া দিতে হবে না আর। স্কুল কলেজ শিক্ষার্থীদের জন্য জন্য হবে নতুন দুয়ার।এই মেরামতে টেকসই উন্নয়ন যেন যেন সকলের প্রত্যাশা। ১৭ বছর পর রাস্তা মেরামতের কাজ দেখতে পেয়ে আনন্দ উল্লাসে ভয়ে যায় রাস্তা দিয়ে চলাচল কারি ও স্থানীয়দের মনে। বিশেষ কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন আনন্দ টেলিভিশনের প্রতি স্থানীয়রা।
প্রবীণ রাজনীতিবিদ আব্দুল জলিল বলেন, এই রাস্তা ভালোভাবে মেরামত তাহলে যাতায়াতকারী ও স্কুল-কলেজ ছাত্রদের জন্য খুবই উপকার হবে।
টৈটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, আনন্দ টিভি একটা প্রতিবেদন প্রকাশ করেছিল এটা তিনি ও সাংসদ সবাই দেখেছে, যার পরিপ্রেক্ষিতে কাজ শুরু হয়েছে। দেশে উন্নয়ন করতে গেলে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন আগামী ৬মাসের মধ্যে টইটং সীমান্ত ব্রিজ থেকে হারবাং বিলিজার পাড়া সড়কে কাজ সম্পন্ন হবে।
উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান এডভোকেট উম্মে কুলসুম মিনু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আবেদন মঞ্জুর করেছেন,আজকে যারা কৃষক তাঁরা সেই ফল ভোগ করতে পারবে,কাজের জন্য ধন্যবাদ জানান,সড়ক ও জনপদ বিভাগকে। এসময় আনন্দ টিভিকে বিশেষ ধন্যবাদ জানান।
Leave a Reply