প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার মুভিলর্ড’খ্যাত মনোয়ার হোসেন ডিপজল। আগামী ১ জানুয়ারি থেকে ‘জিম্মি’ নামে ৭ পর্বের ওয়েব সিরিজের শুটিং করবেন তিনি। এটি হবে সাভারে ডিপজলের শুটিং হাউসে। অভিনয়ের পাশাপাশি এটি প্রযোজনাও করছেন ডিপজল। আর পরিচালনায় আছেন মনতাজুর রহমান আকবর।
ডিপজল বলেন, ‘এখন প্রযুক্তির যুগ। হলিউড, বলিউড থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতারা ওয়েব সিরিজ নির্মাণ করে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দিচ্ছে। আর এতে বিখ্যাত শিল্পীরা অভিনয় করছেন। আমরা পিছিয়ে থাকতে পারি না। আমি চলচ্চিত্রের মানুষ। চলচ্চিত্রই আমার ধ্যান-জ্ঞান। এর বাইরে অন্যকিছু ভাবি না। তবে প্রযুক্তিকেও অস্বীকার করা যায় না। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরও চলতে হবে। আমরাও যে বিশ্বমানের ওয়েব সিরিজ নির্মাণ করতে পারি, তা দেখাতে চাই। এটি ওয়েব সিরিজ হলেও, এতে দর্শক সিনেমার পুরো স্বাদ পাবেন।’
ডিপজল জানান, তার টার্গেট প্রতি মাসে একটি করে সিনেমা নির্মাণ ও মুক্তি দেওয়া।
নির্মাতা মনতাজুর রহমান আকবর বলেন, ‘আমরা চাচ্ছি, যুগের সঙ্গে তাল মিলাতে। ওটিটি প্ল্যাটফর্মে শুধু ওয়েব সিরিজ নয়, সারাবিশ্বের সিনেমা মুক্তি দেওয়া হয়। আমরাও এর সঙ্গে শামিল হতে চাই। যে ওয়েব সিরিজটি নির্মাণ করছি, সেটি অ্যাকশন, সাসপেন্স ও থ্রিলার ধাঁচের।’
তিনি জানান, ‘জিম্মি’ ওয়েব সিরিজটি লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। চিত্রগ্রহণে আছেন সবুজ। ডিপজলের পাশাপাশি এতে অভিনয় করছেন, শহিদুজ্জামান সেলিম, বড় দা মিঠু, শিরিন শিলা, তারেক, মানতাসা মিম, মাসুম বাশার, মিলি বাশার, দিপু রায়হানসহ আরও অনেকে। সিরিজটি শেষে দেশ ও বিদেশে জনপ্রিয় যেকোনো একটি ওটিটি প্ল্যাটফর্মে এটি মুক্তি দেওয়া হবে।
Leave a Reply