মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভোটকেন্দ্রে দখল করতে চাইছে এমন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, ডিবি পুলিশ, র্্যাব ও থানা পুলিশ বাহিনী সেখানে পৌঁছে কেন্দ্র থেকে দখলকারীদের বের করে দেয়। পরবর্তীতে ম্যাজিস্ট্রেট চলে যাওয়ার সময় তাদের গাড়িতে হামলা হলে, আত্মরক্ষার্থে পুলিশ আট রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। তবে এতে কেউ হতাহত হয়নি।
ভোটগ্রহণ শুরুর কয়েক ঘন্টার মধ্যে সকাল সাড়ে এগারোটায় মুন্সীগঞ্জেসিরাজদিখানের বালুচার ইউনিয়নের ৭নং খাসকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আওয়ামী লীগ নেতা, আকতার হোসেন জানান, পাশের উপজেলা থেকে বহিরাগতরা এসে নৌকার পক্ষে কেন্দ্র দখল করে জাল ভোট সিলমারার চেস্টার খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ,র্যাব,ডিবি পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা সুষ্ঠু পরিবেশে নির্বাচন চাই, বহিরাগতদের আমরা কোন ভাবে আমরা মেনে নিবোনা।
সহকারী পুলিশ সুপার সিরাজদিখান সার্কেল রাশেদুল ইসলাম জানান, প্রিজাইডিং অফিসারের থেকে মারফত খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দখলকারীদের কেন্দ্র থেকে বের করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। পরবর্তীতে সেখান থেকে বের হয়ে আসার সময় পথিমধ্যে কিছু লোক আমাদের গাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় আত্মরক্ষার্থে ৮ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করলে তারা সেখান থেকে দ্রুত সটকে পড়ে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, ভোটগ্রহণ সুষ্ঠুভাবে চলছে।
Leave a Reply