নিজস্ব প্রতিনিধিঃ কেরানীগঞ্জের ইকুরিয়া বিআরটিএ অফিসে পেশাগত দায়িত্ব পালন করতে দৈনিক যুগান্তরের কেরানীগঞ্জ প্রতিনিধি আবু জাফর লাঞ্চনার শিকার হয়েছেন। বিআরটিএ সাভার অফিসের পরিদর্শক একেএম হুসনি মোবারক সাংবাদিক আবু জাফরকে লাঞ্চনার পাশাপাশি নানা ভয়ভীতি দেখান। এক পর্যায়ে তিনি আনসার সদস্যদের ডেকে সাংবাদিককে আটক করার নির্দেশ দেন। এঘটনায় ভুক্তভোগী দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি সাধারন ডায়রী করেছেন।
সাংবাদিক আবু জাফর জানান, বুধবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে তিনি তথ্য সংগ্রহের উদ্দেশ্যে বিআরটিএ অফিসে যান। তখন অফিসের মাঠে সাভার উপজেলার ড্রাইভিং লাইসেন্স প্রত্যাশীদের ফিল্ড পরীক্ষা চলছিলো। যেসব পরীক্ষার্থী সঙ্গে করে গাড়ী বা মোটরসাইকেল আনেননি তাদের কাছ থেকে কতিপয় লোক দুইশত টাকা করে আদায় করছিলো।
এ ঘটনা সাংবাদিক আবু জাফর তার মুঠোফোনে ভিডিও ধারন করে। এক পর্যায়ে তিনি টাকা নেয়ার বিষয়টি পরীক্ষার দায়িত্বে থাকা পরিদর্শক একেএম হুসনি মোবারকের কাছে জানতে চাইলে তিনি তেলেবেগুনে জ্বলে উঠেন। এসময় তিনি আবু জাফরকে অকথ্য ভাষায় গালমন্দ করে বেরিয়ে যেতে বলেন। তিনি বলেন, আপনি কিসের সাংবাদিক? দেখি আপনার আইডি কার্ড। বিআরটিএ অফিসে ঢুকেছেন কার অনুমতি নিয়ে। তখন সাংবাদিক আবু জাফর ভিজিডিং কার্ড দিলে তিনি সেটা ছুড়ে ফেলে দেন। এক পর্যায়ে তিনি নানা হুমকি ধামকি দিতে থাকেন এবং আনসার সদস্যদের ডেকে সাংবাদিককে আটক করার নির্দেশ দেন।
এঘটনায় ভুক্তভোগী সাংবাদিক দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি সাধারন ডায়রী করেছেন এবিষয়ে ইকুরিয়া বিআরটিএ অফিসের সহকারি পরিচালক তন্ময় কুমার বলেন, ঘটনাটি শুনেছি। যতটুকু জানতে পেরেছি তাতে মনে হয় ওই কর্মকর্তার ব্যবহার যথোপযুক্ত ছিল না। বিষয়টি আমরা দেখছি। দক্ষিন কেরানীগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বিআরটিএ অফিসে লাঞ্চনা ও হুমকি দেয়ার বিষয়ে সাংবাদিক আবু জাফর একটি সাধারন ডায়রী করেছেন। এবিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply