নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকার কেরানীগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে চলচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকায় “বঙ্গবন্ধু একজন মহান পিতা” চলচিত্র প্রদর্শনী করে বর্ণমালা আদর্শ স্কুল এন্ড কলেজ।
এসময় সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বর্ণমালা আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতি লায়ন আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শাহ আলম। এসময় আরো উপস্থিত ছিলেন, বর্ণমালা আদর্শ স্কুল এন্ড কলেজের সাধারণ সম্পাদক এম এ জসিম হাওলাদার, পরিচালক আব্দুল হালিম, কোষাধ্যক্ষ আব্দুস সালাম ফরাজী, বিশিষ্ট সমাজ সেবক হাজি মোঃ শাহাদাৎ হোসেন, প্রমুখ।
বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শাহ আলম বলেন, যে মানুষটি জন্ম না নিলে, আজ আমরা স্বাধীন বাংলাদেশে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে পারতাম না তিনি বাঙ্গালীর রাখাল রাজা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বরন করছি জাতির বীর সন্তানদের যাদের আত্মত্যাগে বাংলাদেশ বিজয় হয়েছে সেই বীর মুক্তিযোদ্ধাদের প্রতি লাক্ষো সালাম জানাই।
তিনি আরো বলেন, এই মহান পিতার ইতিহাস ঐতিহ্য স্বাধীনতা ইতিহাস যাতে কোন ভাবে মুছে দিতে না পারে সে জন্য আমি এ চলচিত্র টি নির্মান করেছি” বঙ্গবন্ধু একজন মহান পিতা” আপনি আপনাদের পরিবার সহ সবাইকে এ চলচ্চিত্রটি দেখার জন্য অনুরোধ রইলো।
Leave a Reply