নিজস্ব প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদায় ঢাকার কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ৭টায় মনুবেপারীর ঢালে শহীদ স্মৃতিস্তম্ভে ও উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুড়ালে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ মাঠে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে মনোজ্ঞ কুচ-কাওয়াজ অনুষ্ঠিত হয়। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচ-কাওয়াজের অভিবাদন গ্রহন করেন। অনুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
পরে বিকেল ৪ টায় বিজয় দিবেসের শপথ গ্রহনের জন্য উপজেলা মাঠ প্রাঙ্গনে জড়ো হন। এরপর টেলিভিশনের মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রীর সাথে সবাই একযোগে শপথবাক্য পাঠ করেন।
আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। বাঙালির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে গৌরব ও অহংকারের দিন। দীর্ঘ নয় মাস বিভীষিকাময় সময়ের পরিসমাপ্তির দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন।
Leave a Reply