আজ বুধবার (১৫ ডিসেম্বর) বিকাল ৪টায় আগানগর ইস্পাহানী নদীধারা আবাসিক এলাকায় নদীধারা বহুমুখী কল্যান সমিতি অফিসের সামনে অসহায় ও গরীব ৮৫ টি পরিবারের মধ্যে এসকল ঔষধ সামগ্রী বিতরন করা হয়।
প্রাথমিক চিকিৎসা সেবার জন্য প্রয়োজনীয় সামগ্রী হিসেবে খাবার স্যালাইন, জ্বর ও ঠান্ডা প্রতিকারের জন্য কয়েক প্রকার ট্যাবলেট, জ্বর পরিমাপ করার যন্ত্র, মাস্ক, লিকুইড স্যাভলন, স্যাভলন মলমসহ বেশ কয়েক প্রকার ঔষধ একটি বক্স করে এসকল অসহায় পরিবারের সদস্যদের হাতে তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জের মিডল্যান্ড ব্যাংক আগানগর শাখা ব্যবস্থাপক খন্দকার বজলুর রহমান, উপ-ব্যবস্থাপক অনিক শাহা, রিলেশনশিপ ম্যানেজার মো. গোলাম কবির খান, সিএসও মো.কাওছার হোসেন।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদ্দীপন এনজিও কেরানীগঞ্জ শাখা ম্যানেজার মো.হানিফ হোসেন,নদীধারা বহুমূখী সমাজ কল্যান সমিতির সভাপতি হাজী আব্দুল করিম খান, সমিতির সাধারন সম্পাদক আলহাজ মো.শাহজাহানসহ মিডল্যান্ড ব্যাংক ও সমিতির অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
Leave a Reply