নিজস্ব প্রতিনিধিঃ কেরানীগঞ্জে তিতাস গ্যাসের গ্রাহক সেবা বিষয়ে গনশুনানী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জিনজিরা তিতাস গ্যাস কার্যালয়ে মেট্রো ঢাকা বিপনন বিভাগ (দক্ষিন) ও মেট্রো ঢাকা রাজস্ব বিভাগ গনশুনানীর আয়োজন করে। গনশুনানীতে অংশ নিয়ে কেরানীগঞ্জে গ্যাসের চাঁপ নিয়ে বেশিরভাগ গ্রাহক অসন্তোষ প্রকাশ করেন।
আবাসিক গ্রাহক ওলিউর রহমান বলেন, দিনের বেলা বাসা বাড়িতে গ্যাস পাওয়া যায় না। রাতের বেলা কিছুটা গ্যাস পাওয়া যায়। ভোর হতেই সেটাও চলে যায়। এজন্য দিনের রান্না রাতে করে রাখতে হয়।
গনশুনানীতে উপস্থিত ছিলেন, তিতাস গ্যাসের মহাব্যবস্থাক (মেট্রো ঢাকা বিপনন বিভাগ-দক্ষিন) প্রকৌশলী মমিনুল হক, মহাব্যবস্থাপক (মেট্রো ঢাকা রাজস্ব বিভাগ) অপর্না ইসলাম, উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মো: শফিকুল ইসলাম ও আব্দুল জব্বার, ব্যবস্থাপক প্রকৌশলী বিধান চন্দ্র মৈত্র ও মো: শাহাদুজ্জামান, উপব্যবস্থাপক প্রকৌশলী মো: আলী তারেক সাগর ও মো: মনিরুল ইসলাম।
গ্যাসের চাঁপ নিয়ে গ্রাহকদের অসন্তুষ্টের বিষয়ে মহাব্যবস্থাপক প্রকৌশলী মমিনুল হক বলেন, কেরানীগঞ্জে যেসময় তিতাস গ্যাসের সংযোগ দেয়া হয়েছিলো, এখন তার চেয়ে গ্রাহক কয়েকশ গুন বেড়েছে। ফলে তখন যে পাইপলাইন বসানো হয়েছিলো সেই পাইপলাইনে এখন লোড নিতে পারে না। এছাড়াও সারাদেশে চাহিদার তুলনায় গ্যাসের ঘাটতি রয়েছে। এ কারনে লাইনে গ্যাসের চাপ কম। তবে এসব সমস্যার সমাধানে সরকার সরু পাইপলাইন অপসারন সহ বেশকিছু প্রকল্প হাতে নিয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে গ্যাসের চাপের সমস্যা অনেকটাই কেটে যাবে।
Leave a Reply