নিজস্ব প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে উপজেলার খ্যাতিমান স্বেচ্ছাসেবী সংগঠন ‘কেরাণীগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাব কর্তৃক প্রকাশিত রক্তদান বিষয়ক ম্যাগাজিন “বন্ধন-২০২১’ এর মোড়ক উন্মোচন ও রক্তদাতা সম্মেলন-২০২১ শুক্রবার (১০ ডিসেম্বর) উপজেলা অডিটোরিয়াম কক্ষে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান, তারানগর ইউনিয়ন চেয়ারম্যান ফারুক আহমেদ, ডা. হাবিবুর রহমান, শাক্তা ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন লিটনসহ প্রমুখ।
প্রধান অতিথি তাঁর ভাষণে বলেন, যুব সমাজের মনাবিক মূল্যবোধকে জাগ্রত করে সামাজিক দায়বদ্ধতা সৃষ্টিতে স্বেচ্ছা রক্তদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কুসংস্কার, অপসংস্কৃতি, গুজব ও মাদকের ভযয়বহতা থেকে সমাজকে রক্ষা করার ক্ষেত্রেও রক্তদানের অবদান অনেক। প্রধান অতিথি তাঁর ভাষণে আরো বলেন, কেরাণীগঞ্জ ব্লাড ডোনর্স ক্লাব কেরাণীগঞ্জবাসীকে ধর্ম, দল ও মতের উর্দ্ধে এনে সৌহার্দ্যের যে বন্ধনে আবদ্ধ করে রেখেছে, তা অত্যন্ত প্রশংনীয়।
রক্তদাতা সম্মেলন অনুষ্ঠানে সংগঠনের নির্বাহী ও প্রতিষ্ঠাতা সদস্য জনাব সুমন আহমেদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের আরেক নির্বাহী ও প্রতিষ্ঠাতা সদস্য এবং বন্ধন-২০২১ ম্যাগাজিনের সম্পাদক মো: শাহাদাত হোসেন।
কেরাণীগঞ্জের ২ শতাধিক সেচ্ছাসেবীদের অংশগ্রহণের এই রক্তদাতা সম্মেলনে স্থানীয় অনেক সমাজ সেবক বক্তব্য রাখেন এ । অনুষ্ঠানে ম্যাগাজিন উদ্বোধনের পাশাপাশি ৩০ বারের অধিক রক্তদাতাদের প্রাটিনাম ডোনার, ১৫ বারের অধিক রক্তদাতাদের গোল্ডেন ডোনার, ১০ বারের অধিক রক্তদাতাদের সিলভার ডোনার ক্যাটাগরিতে বিশেষ সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
Leave a Reply