অতিরিক্ত ওজন আর স্থূলতার জন্যই করোনাভাইরাস মহামারির আকার নিয়েছে বলে দাবি করেছেন মার্কিন গবেষকরা। তারা বলছেন যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিতদের ৬৪ শতাংশই মোটা মানুষ।
কারণ হিসেবে বলা হচ্ছে, অতিরিক্ত ওজন আর স্থূলতার কারণে শরীরে একাধিক রোগ-ব্যাধি বাসা বাঁধে। মোটা মানুষের রোগ-প্রতিরোধ ক্ষমতাও অনেক কম হয়। অধিকাংশেরই ডায়াবেটিস, কিডনি, হার্ট, উচ্চ রক্তচাপের সমস্যা থাকে। তাই তাদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।
তাছাড়া ওজন বেশি হলে ফুসফুসের উপর অতিরিক্ত চাপ পড়ে। আর করোনাভাইরাস যেহেতু ফুসফুসকেই সবার আগে আক্রমণ করে, তাই মোটা মানুষের ক্ষেত্রে ঝুঁকি বেশি। এসব কারণে ভাইরাসটি আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে।
গবেষকদের দাবি, যাদের বিএমআই ২৫-৪০ বা অধিক, তাদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। বিএমআই হচ্ছে আদর্শ ওজন নির্ণয়ের পরিমাপ। এক্ষেত্রে ব্যক্তির ওজন কিলোগ্রাম এবং উচ্চতা মিটারে মাপা হয়। পরে ওজনকে উচ্চতার বর্গফল দিয়ে ভাগ করলে যে পরিমাপ পাওয়া যায় সেটাকে বিএমআই বলে।
যদি বিএমআই ১৮-২৪ এর মধ্যে থাকলে স্বাভাবিক হিসেবে ধরে নেয়া হয়। সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্যমতে, যুক্তরাষ্ট্রের প্রায় ৩৫-৪০ শতাংশ নাগরিক স্থূলতার শিকার। আর সেখানে করোনা রোগীদের ৬৪ শতাংশের বিএমআই ২৫-৪০ এর মধ্যে। এ ছাড়া ৭ শতাংশের অবস্থা আশঙ্কাজনক। যাদের বিএমআই ৪০ এর বেশি।
এস.এম. সজল/ব্যতিক্রম নিউজ
Leave a Reply