প্রতিমন্ত্রীর পদ হারানোর পরে এবার আওয়ামীলীগ থেকেও বহিস্কার করেছে ডাঃ মুরাদ হাসানকে। এর আগে তাকে প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগে বাধ্য হওয়ার জন্য বলা হলে আজ দুপুরে পদত্যাগ করেন তিনি। এবার জামালপুর জেলা আওয়ামী লীগ থেকেও ডা. মুরাদ হাসানকে বহিষ্কার করা হয়েছে।
আজ (৭ ডিসেম্বর) মঙ্গলবার বিকেলে জেলা আওয়ামী লীগের এক সভায় এই সিদ্ধান্ত নেয়। বিষয়টি জেলা আওয়ামী লীগে সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ নিশ্চিত করেছেন।এর আগ, গতকাল সোমবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছিলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুরাদ হাসানকে আজ মঙ্গলবারের মধ্যে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। এরপর আজ ব্যাক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন বিতর্কিত এই প্রতিমন্ত্রী। এরপর মুরাদ হাসানকে আওয়ামী লীগ থেকেও বহিষ্কার করা হবে কিনা তা নিয়ে জল্পনা-কল্পনা চলে দলের নেতাকর্মীদের মধ্যে।
আরও পড়ুনঃ https://www.burigangatv.com/2021/12/07/4347/
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এক দিনেই প্রতিমন্ত্রী ও দল থেকে বহিস্কার হলেন ডা.মুরাদ হাসান।
Leave a Reply