নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) ইকুরিয়া অফিস এলাকা থেকে দালালচক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে। আটক তিনজনের দু জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। অপর ১ ব্যক্তিকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। তার নাম মো. আব্দুর রাজ্জাক। সে শুভাঢ্য এলাকার হাসনাবাদ মোকামপাড়া গ্রামের নাজিম মিয়ার ছেলে।
রবিবার দুপুরে বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়শা আক্তারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে বিআরটিএ আনসার কমান্ডার মো. মিজানের সহযোগীতায় তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জনকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২ জন ভবিষ্যতে দালালী না করার শর্তে মুচলেকা দিলে ছেড়ে দেয়া হয়।
বিআরটিএ সূত্রে জানা গেছে, ইকুরিয়া বিআরটিএ এলাকায় প্রতিদিন দালালদের খপ্পরে সেবা প্রত্যাশিদের ভোগান্তির অভিযোগ পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে দালাল চক্রের অনেকে সটকে পরে।
Leave a Reply