করোনাভাইরাসের বিস্তার রোধে রাজধানীর সব কাঁচাবাজার ও সুপারশপগুলো বিকেল ৫টার মধ্যে বন্ধ করে দেয়া হবে। আজ রোববার এ ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।
একইসঙ্গে দুপুর ২টার মধ্যে সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান বন্ধ করে দিতে হবে। তবে ওষুধের দোকান এবং জরুরি সার্ভিসগুলো এই নির্দেশের আওতামুক্ত থাকবে।
এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন, ঢাকার কাঁচাবাজার ও সুপারশপগুলো এখন থেকে প্রতিদিন সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। আর নিত্যপণ্যের দোকানগুলো প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে।
এর আগে গত ৬ এপ্রিল এক নির্দেশনায় ডিএমপি জানায়, কাঁচাবাজার ও সুপার শপসমূহ প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। আর নিত্যপণ্যের দোকানগুলো প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আরো কঠোর হচ্ছে প্রশাসন। সেই ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
Leave a Reply