নিজস্ব প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে মরহুম হাজী খালেক মন্ডল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৪টায় দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা এলাকার পূর্ব জাজিরা প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় অংশগ্রহন করেন কোন্ডা শহিদ ক্লাব বনাম ফতুল্লা ব্রাদার্স ইউনিয়ন ক্লাব । খেলার নির্ধারিত নব্বই মিনিট সময়ে দুই দলের ১-১ গোলে ড্র করে। পরে খেলা গড়ায় ট্রাই ব্রেকারের দিকে। শেষে ট্রাইব্রেকারের দুদলের ৫ টি করে গোল হলে। আবার ড্র হয়। পরে গোল্ডেন গোলে ১-০ তে ফতুল্লা ব্রাদার্স ইউনিয়ন জিতে যায়।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজি মোঃ আবুল কাশেম মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক মু.ই মামুন। বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী সুরুজ্জামানের সার্বিক সহযোগিতায় ও প্রতিভা সংঘের আয়োজনে বিশেষ অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন, কোন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী ফারুক, ০৭ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম কোন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক জিয়াউর রহমান জিয়া, কোন্ডা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন প্রমুখ।
খেলা পরিচালনায় রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল আজিজ অনিক। এছাড়া সহকারী রেফারী হিসেবে ২জন রেফারীর দায়িত্ব পালন করেন সাফায়েত হোসেন রাব্বি ও মাহফুজুর রহমান মাসুদ।
উল্লেখ্য গত ১৩ আগস্ট ২০টি টিম নিয়ে খেলা শুরু হয়। শেষে ২ দল ফাইনালে অংশগ্রহন করে।
Leave a Reply