কালী বা কালিকা হলেন একজন দেবী। তিনি দেবী দূর্গার একটি রূপ । তার অন্য নাম শ্যামা বা আদ্যাশক্তি। বাঙালি হিন্দু সমাজে কালীর মাতৃরূপের পূজা বিশেষ জনপ্রিয়।
সনাতন ধর্মে পঞ্জিকা মতে কালীপুজো পড়েছে ৪ নভেম্বর বৃহস্পতিবার পড়েছে দীপান্বিতা অমাবস্যা। উল্লেখ্য, কার্তিক মাসের কৃষ্ণপক্ষে যে অমাবস্যা তিথি রয়েছে, তাতে এই বিশেষ কালীপুজো পালন করা হয়। অমাবস্যা তিথি ৪ নভেম্বর সকাল ৬.০৩ মিনিট থেকে ৫ নভেম্বর মধ্যরাত ২.৪৪ মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে।
বৃহস্পতিবার গভীর রাতে অমাবস্যা তিথিতে হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান দেবী শ্যামার পূজা।
দিনটি দীপাবলি হিসেবে খ্যাত। আলোতে আলোতে সেজে ওঠে সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি-ঘর, মন্দির ও পূজা মন্ডপ। তবে এবার দুর্গা পূজা চলাকালে ও পরবর্তীতে সারাদেশে সংঘটিত সাম্প্রদায়িক হামলায় শ্যামা পূজার সব আড়ম্বর বর্জনের সিদ্ধান্ত নিয়েছে পূজা উদযাপন পরিষদ।
Leave a Reply