বাংলাদেশে করোনাভাইরাসের হটস্পট হিসেবে নারায়ণগঞ্জকে চিহ্নিত করা হয়েছে। এবার সেই নারায়ণগঞ্জে এক চিকিৎসক আক্রান্ত হওয়ায় একটি হাসপাতালের জরুরি সেবা কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, আজ শনিবার জাতীয় রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পক্ষ জানানো হয়, শহরের খানপুর এলাকার ৩০০ শয্যা হাসপাতালের এক চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। এর পরই তাকে আইসোলেশনে পাঠানো হয়।
এ ছাড়া তার সংস্পর্শে আসা ১০ চিকিৎসক, নার্স ও ওয়ার্ড বয়কে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
এ অবস্থায় ওই হাসপাতালের জরুরি ও বহির্বিভাগের চিকিৎসা সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায় গণমাধ্যমকে জানান, শনিবার আইইডিসিআর থেকে নমুনা পরীক্ষার যে রিপোর্ট পাঠানো হয়, তাতে দেখা যায় ওই চিকিৎসকের রেজাল্ট করোনা পজিটিভ এসেছে। এর পর থেকে তিনি আইসোলেশনে আছেন।
গৌতম রায় আরো জানান, ওই চিকিৎসক করোনায় আক্রান্ত রোগীর সংস্পর্শে গিয়েছিলেন। এখন তার সংস্পর্শে আসা ১০ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীর করোনা পরীক্ষা করা হবে।
তিনি বলেন, ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি করোনার চিকিৎসা কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। এ কারণে শুধু জরুরি বিভাগ চালু ছিল। তবে চিকিৎসক আক্রান্তের কারণে এখন জরুরি সেবাও বন্ধ রয়েছে।
জীবাণুমুক্ত করে হাসপাতালটিতে স্বাভাবিক কার্যক্রম চালু হতে দুই থেকে তিন দিন সময় লাগবে বলেও জানান এ কর্মকর্তা।
এদিকে, নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. মুহাম্মদ ইমতিয়াজও করোনায় আক্রান্ত হয়েছেন। আজ শনিবার তারও নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে বলে জানায় আইইডিসিআর।
আজ শনিবার পর্যন্ত দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৪৮২ জন। মারা গেছে ৩০ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ৩৬ জন। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। শনিবার নতুন করে যে ৫৮ জন আক্রান্ত হয়েছেন তার ৮ জনই নারায়ণগঞ্জের।
Leave a Reply