“জাতির পিতা বঙ্গবন্ধুর কনিষ্ঠ পূত্র শেখ রাসেল সব সময় বঙ্গবন্ধুকেই অনুকরণ করতো। শেখ রাসেল আজ বেঁচে থাকলে হয়তো আমরা একজন অনুকরণীয় নেতা পেতাম। কিন্তু ঘাতকরা দশ বছরের এই ছোট্ট শিশুকেও রেহাই দেয়নি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট এই কুচক্রী মহল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যা করে। একই সাথে হত্যা করে বাংলাদেশের উন্নয়নের ধারা।”
সোমবার শেখ রাসেলের ৫৮তম জন্মদিনে এমনই আবেগঘন এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন বিদ্যুৎ জ্বালাণী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি (ঢাকা-৩)।
তিনি তার ফেসবুক পেইজে আরও লেখেন, সেদিন বঙ্গবন্ধুর পরিবারের সবাইকে নির্মমভাবে হত্যার পর “স্তব্ধ করে দেয় মানবতা। বিচারের পথও করেছিল রুদ্ধ। আর কোন শিশুকে যেন রাসেলের মত ভাগ্যবরণ করতে না হয়। শেখ রাসেলের ৫৮তম জন্মদিনে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানাই।”
Leave a Reply