নিজস্ব প্রতিনিধিঃ
করোনাকালীন সময়ে নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা এবং নতুন উদ্যেক্তা তৈরী করার লক্ষে কেরানীগঞ্জ ‘বিজনেস প্লাটফর্ম’ গ্রুপ এর উদ্যোগে ২ শতাধিক নারী উদ্যোক্তাকে নিয়ে মিলনমেলা করা হয়েছে।
শুক্রবার (৮ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার কলাতিয়া এলাকায় একটি রিসোর্টে এ মিলনমেলা আয়োজন করে গ্রুপটি।
এসময় এক আলোচনা অনুষ্ঠানে বিভিন্ন নারী উদ্যেক্তা করোনাকালীন সময়ে তাদের সংকটের মাঝে সফল হওয়ার গল্প শোনান। নতুন উদ্যোক্তাদের তৈরী করা বিভিন্ন পণ্য কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোক্তাদের মাঝে বিক্রি করা যায় সে বিষয় নিয়েও আলোচনা হয়।
দেশে প্রথম করোনা ভাইরাসের শুরু থেকে প্রায় ২বছর ধরে গড়ে ওঠা গ্রুপটিতে এখন ৭ হাজারের অধিক সদস্য রয়েছে। প্রতিনিয়ত এখানে নতুন সদস্য যোগ দিয়ে তাদের সমস্যা ও সমাধানের কথা তুলে ধরছেন।
অনুষ্ঠানে রিয়াজ আহমেদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ নারী উদ্যোক্তা ও গ্রুপ এডমিন নাহিদা ভূঁইয়া ও আহমাদুল হাসান শুভ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থত ছিলেন ডাঃ হাবিবুর রহমান, ইঞ্জিনিয়ার জহির আরিফ ও আয়াতউল্লাহ চৌধুরী সায়মন ।
অনুষ্ঠান শেষে র্যাফেল ড্র’র মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়।
Furthermore, the overall CHF rate was 1 best price cialis 20mg
The nursing staff is great with answering questions even if you have called several times discount finasteride
best place to buy cialis online reviews Your story truly gives me a little bit of hope which I need right now, especially with so many people around me getting pregnant so easily