1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১০:২১ অপরাহ্ন

কেরানীগঞ্জে পুলিশ কল্যাণ ট্রাষ্টের অত্যাধুনিক মাদক নিরাময় কেন্দ্র

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
ছবিঃ প্রতিনিধি

বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ প্রকল্পে আগামি ৭ অক্টোবর “ওয়েসিস” নামক একটি মাদক নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, বিদুৎ জালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাশার মোঃ খুরশিদ আলম, মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুস সবুর মন্ডল, অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডিআইজি ঢাকা রেঞ্জ হাবিবুর রহমান পিপিএম-বার।
আজ (৩ অক্টোবর) রবিবার প্রতিষ্ঠানটির উদ্বোধনের আগে পরিদর্শন কালে ডিআইজি ঢাকা রেঞ্জ হাবিবুর রহমান একথা জানান।

জানাগেছে, অত্যন্ত মনমুগ্ধকর ও নান্দনিক পরিবেশে উন্নত ব্যবস্থাপনায় দেশের সবচেয়ে অত্যাধুনিক মাদক নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র হবে এটি। পুনর্বাসন কেন্দ্রটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন পুলিশ সুপার ডা. এসএম শহীদুল ইসলাম পিপিএম। সম্পূর্ণ অলাভজনক এ প্রতিষ্ঠানটি আগামী ৭ অক্টোবর থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। তবে এর পূর্বেই পরীক্ষামূলকভাবে গত ২০ সেপ্টেম্বর থেকে রোগী ভর্তি শুরু করে কর্তৃপক্ষ । যাত্রা শুরুর লক্ষে ইতোমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করেছেন পুলিশ কল্যাণ ট্রাষ্ট।

পুলিশ কল্যাণ ট্রাষ্ট সূত্রে জানাগেছে, সাততলা বিশিষ্ট ৬০ শয্যার এই আধুনিক মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রটি খোলা থাকবে ২৪ ঘণ্টা। যেখানে ২২টি কক্ষের ১৬টিতে ৪৬টি শয্যা থাকছে পুরুষদের জন্য । এছাড়া বাকি ছয়টি কক্ষে ১৪টি শয্যা থাকছে নারীদের জন্য। এরমধ্যে ডাবল কেবিন ২৮টি, ট্রিপল কেবিন ১৫টি এবং জেনারেল ওয়ার্ডে থাকছে ১১টি বেড। এছাড়া জেনারেল ট্রিপল বেড আছে ছয়টি। জেনারেল ওয়ার্ড ছাড়া বাকি সকল কক্ষ শীতাতপ নিয়ন্ত্রিত। পুলিশ কল্যাণ ট্রাস্টের অধীনে পরিচালিত কেন্দ্রটি উন্মুক্ত থাকবে সর্বসাধারণের জন্য।

এছাড়া পুনর্বাসন কেন্দ্রটির ছাদে রয়েছে বাগান। যেখানে ছাদ বাগানে প্রাকৃতিক পরিবেশে খোলা আকাশের নিচে রোগীরা বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইয়োগা এবং মেডিটেশন করবে । ছাদ বাগানের পাশে রয়েছে ব্যায়ামাগার। ৬ষ্ঠ তলায় আছে নার্সিং স্টেশন। পঞ্চমতলায় আছে বিশেষ কেবিন ও ইনডোর গেমসের ব্যবস্থা। সেখানে আছে টেবিল টেনিসসহ নানা ধরনের খেলার সরঞ্জামাদি। বই পড়ার জন্য আছে লাইব্রেরির ব্যবস্থা। চতুর্থতলায় রয়েছে ফায়ার ফাইটিং ব্যবস্থা, সাধারণ ওয়ার্ড এবং সাধারণ কেবিন। ভবনের তৃতীয়তলায় আছে কেবিন ব্লক, ডাইনিং ও বিশেষ নার্সিং স্টেশন। ভবনের দ্বিতীয় তলা ব্যবহৃত হবে প্রশাসনিক ব্লক হিসেবে। সেখানে থাকছে প্যাথলজি বিভাগ। আছে সাইকোলজি কাউন্সিলিং ও ফ্যামিলি কাউন্সিলিং এবং স্যাম্পল কালেকশন রুম।

তাছাড়া পুলিশের অত্যাধুনিক এই মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রটির অন্যতম চমক হচ্ছে গ্যাস ক্রমোটোগ্রাফি মেডিকেল ইকুইপমেন্ট। বিশেষ এই মেশিনের মাধ্যমে রক্ত ও প্রসাব ছাড়াও চুল থেকেও ডোপ টেস্ট করা যাবে। তিন মাস আগেও কেউ মাদক সেবন করে থাকলে তা ধরা পড়বে। দেশে প্রথমবারের মতো অত্যাধুনিক এই মেশিনটি স্থাপন করা হচ্ছে এই নিরাময় কেন্দ্রে। এর ফলে দ্রুততম সময়ে শতভাগ নির্ভুল রিপোর্ট পাওয়া যাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, অক্টোবরের ১ তারিখে উদ্বোধন করার কথা থাকলেও এমাসের ৭ তারিখে আনুষ্ঠানিকভাবে মাদক নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র “ওয়েসিস”এর উদ্বোধন করা হবে। এতেকরে দক্ষিণ কেরানীগঞ্জসহ দেশের সকল স্থানের মানুষ মাদকাসক্তদের অত্যাধুনিক চিকিৎসা সুবিধা পাবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

2 responses to “কেরানীগঞ্জে পুলিশ কল্যাণ ট্রাষ্টের অত্যাধুনিক মাদক নিরাময় কেন্দ্র”

  1. triegralt says:

    Sulforaphane is found in cruciferous vegetables such as broccoli and brussels sprouts and was first isolated and its structure elucidated by Talalay and Zhang who were also the first to show the anticancer potential of the chemical as it was noted to prevent mammary cancer in rats following exposure to the carcinogen 9, 10 dimethyl 1, 2 benzanthracene DMBA what is better viagra or cialis

  2. triegralt says:

    cialis price com 20 E2 AD 90 20Si 20Te 20Perdoret 20Viagra 20 20Harga 20Obat 20Viagra 20Di 20Apotik 20Kimia 20Farma si te perdoret viagra The unusual looking G63 AMG, which includes modest design changes made on all G Class models plus more luxury touches and a more powerful V 8, puts passengers at such seat heights that they tower over minivans, most pickup trucks and, yes, Priuses though gas mileage is another matter entirely

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews