নিজস্ব প্রতিনিধি.
কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কে ইকুরিয়া হাসনাবাদ এলাকায় যাত্রী ছাউনির নিকটে সিরাজদিখান ইছাপুরা থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা গুলিস্তানগামী বাসটি চাকা বাস্ট হওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে যানজট সৃষ্টি হয়ে প্রায় ১ ঘন্টা হাইওয়ে মহা সড়কে বাস চলাচল বন্ধ থাকে ।
আজ ২৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় সিরাজদিখান ইছাপুরা থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা গুলিস্তানগামী (ঢাকা মেট্রো- ব, ১৫ -৩৫২৬,) বাসটি বৃষ্টি হওয়ার কারনে সড়ক পিছল ও পিছনের চাকা বেস্ট হওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাস উল্টে যাওয়ার ঘটনা ঘটে। তবে কোন হতা হতের ঘটনা ঘটেনি।
এখবর শুনে পোস্তগোলা ফায়ার সার্ভিস,
হাসারা হাইওয়ে পুলিশ ও দক্ষিণ থানা পুলিশ, বাসটি সরিয়ে মহাসড়কে বাস চলাচলের স্বাভাবিক করেন।
পোস্তগোলা ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম জানান, আমরা সকাল১০.৪০ মিনিটে খবর পাই সাথে সাথে আসি তবে কোন হতা হতের ঘটনা ঘটেনি। তিনি জানান, বাসটির পিছনের চাকা বাস্ট হওয়ার কারনে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে উল্টে যায়। আমরা বাসটি সরিয়ে সড়কের বাস চলাচল স্বাভাবিক করতে কাজ করছি।
এ বিষয়ে হাইওয়ে হাসারা পুলিশের অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান, সকালে বৃষ্টি হওয়ায় মহাসড়কের রাস্তা পিছলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাস উল্টে যাওয়ার ঘটনা ঘটে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আমরা বাসটি মহাসড়ক থেকে সরিয়ে বাস চলাচল স্বাভাবিক করেছি।
Leave a Reply