দেশে করোনাভাইরাসের কারণে সবকিছু স্থবির হয়ে আছে। কয়েক দফা বাড়ানো হয়েছে সরকার ঘোষিত সাধারণ ছুটি। বন্ধ আছে গার্মেন্টস, দোকানপাট ও গণপরিবহনসহ প্রায় সবকিছু। এবার পরিস্থিতি বিবেচনায় ৩০ এপ্রিল পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক-সব ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
শনিবার দুপুরে বিমান বাংলাদেশ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে ১৪ এপ্রিল পর্যন্ত সব ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছিল কর্তৃপক্ষ। নতুন ঘোষণা অনুযায়ী, এপ্রিল মাসের মধ্যে আর কোনো বিমান আকাশে উড়বে না।
এদিকে, একের পর এক ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় বিশাল অংকের লোকশান গুনতে হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে। অভ্যন্তরীণ তো বটেই, বিশ্বের বিভিন্ন দেশে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারির কারণে শুধু মার্চেই বাতিল হয়েছে ৬৯৮টি ফ্লাইট। এ অবস্থায় সরকারের কাছে ৬২৮ কোটি টাকা চেয়েছে সংস্থাটি।
ব্যতিক্রম নিউজ
Leave a Reply