প্রাণঘাতী কৌশলে পেটের ভেতরে করে ইয়াবা পাচারকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ৮,৪৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সোয়া ১২টা থেকে দেড়টা পর্যন্ত র্যাব- ১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে পেটের ভিতর (প্লাষ্টিকের টেপ ও পলিথিন দ্বারা মোড়ানো ১৮০টি ক্যাপসুল আকারে) আনুমানিক ২৫লক্ষ ৩৫পয়ত্রিশ হাজার টাকা মূল্যের ৮ হাজার ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। যার মধ্যে গ্রেফতারকৃত ১নং আসামী মোঃ কাজী কামরুল (২৩) এর নিকট হতে ৩০টি ক্যাপসুলে মোট ১হাজার ৪২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২নং আসামী শেখ হৃদয় (২৩) এর নিকট হতে ৩০টি ক্যাপসুলে মোট ১ হাজার ৪২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৩নং আসামী ওমর ফারুক (২২) এর নিকট হতে ৭০টি ক্যাপসুলে মোট ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৪নং আসামী মোঃ হাবিবুর রহমান (২২) নিকট হতে ৫০টি ক্যাপসুলে মোট ২হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এসময় তাদের নিকট থেকে ৪টি মোবাইল ফোন ও নগদ- ২ হাজার ৪০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ সীমান্তবর্তী জেলা সমূহ হতে ইয়াবা সংগ্রহ করে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাকি দেয়ার জন্য এই প্রাণঘাতী কৌশল অবলম্বন করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply