শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডকে প্রথম ম্যাচে হারিয়ে আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে প্রথমবারের মতো ৭ নম্বরে উঠে আসে বাংলাদেশ। এরপরই জানা যায়, দ্বিতীয় ম্যাচে জিততে পারলে অস্ট্রেলিয়াকে টপকে শীর্ষে ছয়ে উঠার সুযোগ রয়েছে। এবার সেই সুযোগই কাজে লাগালেন টিম টাইগার্স। টানা দ্বিতীয় জয়ে এবার র্যাংকিংয়ে আরেকধাপ এগোল মাহমুদউল্লাহ বাহিনী। ১৩৮ পয়েন্ট নিয়ে আগেই অজিদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল টাইগাররা। এবার ১৪১ পয়েন্ট নিয়ে ক্যাঙ্গারুবাহিনীকে হটিয়ে ছয়ে উঠে এল তারা। আর অস্ট্রেলিয়া একধাপ নিচে নেমে ১৪০ পয়েন্ট নিয়ে বর্তমান অবস্থান ৭ম। এছাড়া এই সিরিজে যদি টাইগাররা নিউজিল্যান্ডের দলটিকে ৫-০ ব্যবধানে হারাতে পারে তাহলে ২৪৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বর পজিশনে উঠে যাবে। সেই সঙ্গে টাইগাররা টপকে যাবে দক্ষিণ আফ্রিকাকেও।
এদিকে, নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। তবে প্রথম ম্যাচ একপেশে হলেও শুক্রবার (১ সেপ্টেম্বর) দ্বিতীয় ম্যাচটি টান টান উত্তেজনায় মোড়ানো ছিল। মাহমুদউল্লাহ বাহিনীর পর দারুণ ব্যাটিং করে টম লাথামের দলও। তবে শেষ পর্যন্ত ৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। রান তাড়ায় ব্যাট হাতে নিউজিল্যান্ডের শুরুটা ভালো হয়নি। নাসুম-মেহেদীর প্রথম দুই ওভারে ১০ রান তুলেছিল কিউইরা। কিন্তু বেশিক্ষণ ছন্দ ধরে রাখতে পারেনি সফরকারীরা।
Leave a Reply