নিজস্ব সংবাদদাতাঃ
ঢাকার কেরানীগঞ্জে পাঁনগাও ভালভ্ স্টেশন থেকে রোহিতপুর বিসিক শিল্পনগরী পর্যন্ত ২০”ইঞ্চি ভায়া ১৪০ পিএসআইজি ২০ কিলোমিটার গ্যাস পাইপলাইন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ (৩রা সেপ্টেম্বর) শুক্রবার বিকেলে ইকুরিয়া প্রাইমারি স্কুল বিদ্যালয় মাঠে বিদ্যুৎ জ্বালাণী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু (এমপি) ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই গ্যাস লাইন নির্মাণ কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
গ্যাস লাইন নির্মান কাজ শেষ হলে কেরানীগঞ্জের বিসিক শিল্পনগরীতে সমস্ত প্লটে গ্যাসের সংযোগ দেয়া সম্ভব হবে, এবং এই শিল্প নগরী জিডিপিতে বড় ভূমিকা রাখতে পারবে। এই পাইপলাইন ভবিষ্যতে রুহিতপুর বিসিক শিল্প নগরী থেকে নবাবগঞ্জে হয়ে পদ্মার ওপাড়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে বলে জানিয়েছে এ কাজে সংশ্লিষ্টরা।
পরবর্তীতে শুভ উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশের আয়োজন করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ। দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ম,ই মামুনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু (এমপি)।
এ সময় স্বাগত বক্তব্য প্রদান করেন তিতাস গ্যাস টি এন্ড ডি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ইকবাল মোহাম্মদ নুরুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পেট্রোবাংলার চেয়ারম্যান এবিএম আবদুল ফাত্তাহ ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আনিসুর রহমান। এ সময় আলোচনা অনুষ্ঠানে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথসহ সংশ্লিষ্ট সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply