বার বার পদ্মা সেতুতে কেন ধাক্কা লাগছে তা খতিয়ে দেখার নির্দেশ দেয়া হবে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি। তবে, আজ পদ্মা সেতুতে পঞ্চমবারের মত ধাক্কা লাগার কোন প্রমাণ পাওয়া যায়নি বলে জানান তিনি। এর আগে, সকাল পৌনে ৭টার দিকে পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর পিলারের মাঝখানের স্প্যানে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কা লাগে। এতে ক্ষতিগ্রস্ত হয় ফেরির মাস্তুল। যদিও বিষয়টি অস্বীকার করেছে বিআইডব্লিউটিসি। সংস্থাটির মেরিন অফিসার আহম্মদ আলী জানান, সকালে ডকইয়ার্ড থেকে মেরামত শেষে নারায়ণগঞ্জ থেকে পাটুরিয়া যাচ্ছিল রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এসময় পদ্মা সেতুর স্প্যানের সঙ্গে ফেরিটির মাস্তুলের ধাক্কা লাগে। তবে এতে সেতুর কোন ক্ষতি হয়নি।
এর আগে ১৩ আগস্ট সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয় ফেরি কাকলি। ৯ আগস্ট একই পিলারে ধাক্কা দেয় রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এছাড়া আরো দুইবার যাত্রী ও যানবাহন সহ বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া আসার পথে পদ্মা সেতুর পিলারে আঘাত লাগার ঘটনা ঘটে গত ২০ ও ২৩ জুলাই।
Leave a Reply