র্যাব-১০ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ জানতে পারে যে, ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।
সে সংবাদের ভিত্তিতে ৩১ আগস্ট রাত দেড়টার দিকে র্যাব মাদক উদ্ধার অভিযানে পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা মোঃ মোসলেম উদ্দিন ওরফে মুসলীম নামক এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।
এসময় গ্রেফতারকৃত ব্যক্তির নিকট থেকে ১টি ৭.৬৫ মিঃ মিঃ বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন, ২ রাউন্ড অ্যামুনেশন (গুলি) ও ৩৩৯পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে যে, গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। এছাড়া তার বিরুদ্ধে চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় ১টি ডাকাতি, ১টি অস্ত্র ও ১টি বিষ্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে বলে জানা যায়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply