নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে ২৫০ জন অসহায়, দুঃস্থ ও কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ করেছে ঢাকা জেলা পুলিশ।
আজ সোমবার সকাল সাড়ে ১১টায় দক্ষিণ কেরানীগঞ্জের চুনকটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রান সামগ্রীর মধ্যে ছিলো চাল,ডাল,তেলসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী।
অনুষ্ঠানে ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন সরদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির ঢাকা জেলার সভাপতি রোজালিন ফারহানা লাভলী।
এসময় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মারুফ হোসেন সরদার বলেন, “আজ বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশ অনেক আগেই সিঙ্গাপুর কিংবা কোরিয়ার মত দেশকে উন্নয়নের দিক দিয়ে ছাড়িয়ে যেত। ৭৫’এর ১৫ আগস্ট জাতির পিতার সপরিবারে হত্যার মধ্যে দিয়ে তা ব্যহত হয়। আজ প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে।”
এছাড়া প্রধান অতিথি রোজালিন ফারহানা লাভলী সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “দেশে করোনাকালীন সময় ছাড়াও বিভিন্ন সময়ে বাংলাদেশ পুলিশ নারী কল্যান সমিতি অসহায় মানুষের পাশে থেকে সহায়তা করেছে। ভবিষ্যতে ও আমাদের সংগঠন সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান তিনি।”
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল ইসলাম,হুমায়ূন কবির,সাজেদুর রহমান,নাসিম মিয়া, কেরানীগঞ্জ সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালামসহ বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনক) এর সদস্যরা উপস্থিত ছিলেন |
Leave a Reply