নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রাজাবাড়ী এলাকায় ৯ মাস বয়সী শিশুর মা গৃহবধু শিলা হত্যাকারীদের বিচার চেয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
রোববার(২২ আগস্ট) বিকাল ৪টায় বাস্তা ইউনিয়নের রাজাবাড়ী বাজার রোড এলাকায় ঘন্টাব্যপি এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে নিহত শিলার পরিবার ও এলাকাবাসী। এসময় স্থানীয়রা বিক্ষোভ মিছিলে শিলা হত্যাকারীদের বিচারের দাবীতে শ্লোগান দেন।
জানা যায়,গত দুই বছর পূর্বে একই এলাকায় মাদকাসক্ত মামুনের সাথে বিয়ে হয় শিলার। বিয়ের পর থেকেই শ্বশুরী মাসুদা বেগম ও ননদ কেয়া বেগম নানা রকম মানসিক ও শারীরিকভাবে অত্যাচার করতো।
মানববন্ধনে অংশগ্রহন করে পরিবারের স্বজনরা অভিযোগ করে সাংবাদিকদের জানান গত ১৮ আগস্ট শাশুড়ী ও ননদ মিলে শিলাকে হত্যা করে। নিহতের মা শিউলি বেগম নয় মাসের শিশু নাতী আরিয়াণকে কোলে নিয়ে জানান,ঘটনার দিন হত্যা কান্ডের আধ ঘন্টা আগে শিলার সাথে মুঠোফোনে কথা হলে জানতে পারেন তার মেয়েকে শারিরীকভাবে অত্যাচার করছে শশুর বাড়ীর লোকজন। এর কিছুক্ষণ পরে খবর পান যে তার মেয়ে শিলা আত্মহত্যা করেছে। আমার মেয়েকে মেরে খাটে সোয়াইয়া রাখছে। পরে বলছে আত্মহত্যা করছে। তিনি আরো বলেন, আমার মেয়েকে পরিকল্পীত ভাবে হত্যা করে অত্মহত্যার কথা বলে কল্পকাহিনী সাজিয়েছে। আমি আমার মেয়ে হত্যার বিষয়ে সুষ্ঠ তদন্ত করে এর বিচার দাবী করছি।
Leave a Reply