রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়িতে আনন্দ টিভি’র ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৭ তলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। পরে তা ২য় তলায় ছড়িয়ে পড়ে। এই ভবনের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তলায় জুড়ে চলে আনন্দ টিভির কার্যক্রম। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট।
আজ ২১ আগস্ট(শনিবার) সকাল ৯টা ১০ মিনিটে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার ২য় তলায় থাকা একটি কার্টনের গোডাউনে আগুন লাগে।
ফায়ার সার্ভিস অধিদফতরের ডিউটি অফিসার রোজিনা বেগম জানান, শনিবার (২১ আগস্ট) সকাল ৯টা ১০ মিনিটে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার আনন্দ টিভির পাশের একটি ছয়তলা ভবনের তিন তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করছে।।
আগুনের কারনে ভেতরে প্রচন্ড ধোঁয়ার কুন্ডলি সৃস্টি হয়েছে। যে কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।
আগুন নিয়ন্ত্রনের জন্য বনানী এয়ারপোর্টরোডে যান চলাচল একমুখী করা হয়েছে।
আগুন লাগার কারনে এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এছাড়া আনন্দ টিভির সম্প্রচার কার্যক্রম অব্যাহত আছে।
Leave a Reply