নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকার কেরানীগঞ্জ থেকে সংঘবদ্ধ ডাকাত দলের ৮ সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার বিকাল ৫টায় অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানান অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবির। এসময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত দেশিয় অস্ত্র ও লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়।
সাংবাদিকদের তিনি জানান, কেরানীগঞ্জ থেকে আটককৃত ডাকাত দলের সদস্য কালু’র দেয়া তথ্যমতে ডাকাত দলের বাকি ৭ সদস্যদের আটক করা হয়। গত রবিবার রাতে ডিবি পুলিশ ও কেরানীগঞ্জ মডেল থানার একাধিক টিম রাতভর অভিযান চালিয়ে তাদের ঢাকা মেট্রো ও কেরানীগঞ্জের বিভিন্নস্থান থেকে আটক করা হয়। আটক ডাকাত সদস্যরা হলো, আরিয়ান খান অপু, বস মারুফ ওরফে শাওন, রোমান ওরফে লোবান মৃধা, আসিফ, ছোট মারুফ,শহীদ ওরফে কালু,নাসির ওরফে নাফিজ,রাজিব ও আনছার। আটক ৮ ডাকাত দলের সবাই বরিশাল জেলার মুলাদি থানার বাসিন্দা। তারা কেরানীগঞ্জ ও রাজধানীর বিভিন্ন অঞ্চলে ভাড়া বসবাস করে। এসব ডাকাতদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান,সংঘবদ্ধ ডাকাতরা কেরানীগঞ্জের মেকাইল অগ্রখোলা রোড,কলাতিয়া বেলনাশুটকির টেক রোড,কলাতিয়া আকসাইল রোড,রুহিতপুর পুরাতন সোনাকান্দা রোড এলাকায় রাত হলেই গাছ ফেলে রাস্তা বন্ধ কওে ডাকাতি করে। এসময় রাস্তায় চলাচল করা মোটর সাইকেল আরোহী,অটো রিকশা চালক ও আরোহী, পিকআপ চালক ও সাধারন পথচারীদের সব কিছু কেড়ে নেয়। অনেক সময় পথচারীদের মারধর, গুরুতর জখম ও খুন পর্যন্ত করে থাকে।
সাহাবুদ্দিন কবির আরো জানান, ডাকাত সদস্যরা গত তিন চার মাস ধরে কেরানীগঞ্জের বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিলো। গত ৫ আগস্ট রাত ১১টার দিকে মডেল থানাধীন আকসাইল বেলনা রোডে চকের ব্রীজ এলাকায় পাকা রাস্তায় গাছ ফেলে মৎস ও প্রানী সম্পদ মন্ত্রনালয়ের উপ সচিবে হাবিবুর রহমানের গাড়ীতে হামলা করে ডাকাত দল। এসময় গাড়ীতে থাকা তার স্ত্রী ডাঃ সুমনা’র কানে পরা ১ জোড়া স্বর্নের দুল ও কোমড়ে পরে থাকা রুপার বিছা ও গাড়ীর ড্রাইভারের মোবাইল ও টাকা ডাকাতি করে নিয়ে নেয়। এসময় রাস্তায় চলাচল করা আরো দুটি মোটর সাইকেল আরোহীর কাছে খাকা টাকা ও মোবাইল ডাকাতি করে নিয়ে নেয়। এসময় মডেল থানার একটি টহলরত গাড়ী ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতদল পালিয়ে যায়।
এ ঘটনায় উপ সচিবের ড্রাইভার বাদী হয়ে মডেল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে থানা পুলিশ কঠোর অভিযানে নামে।
সংবাদ সম্মেলনে এসময় আরো উপস্থিত ছিলেন,মডেল থানার ওসি আবু ছালাম মিয়া ও ঢাকা জেলা দক্ষিনের ডিবি পুলিশের পরিদর্শক (তদন্ত) আরাফাত।
Leave a Reply